করোনার দ্বিতীয় ঢেউয়ে বিপর্যস্ত ভারত। প্রতিনিয়ত অসংখ্য মানুষ করোনায় আক্রান্ত হচ্ছে। আর এই দুঃসময়ে ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেসের সভাপতি সোনিয়া গান্ধীর করোনা আক্রান্ত হওয়ার খবর প্রকাশের এক দিন পর তার মেয়ে প্রিয়াঙ্কা গান্ধীও করোনায় আক্রান্ত হয়েছেন। স্থানীয় সময় আজ শুক্রবার (৩ জুন) এক টুইট বার্তায় এ তথ্য নিজেই নিশ্চিত করেছের এই কংগ্রেস নেতা।
টুইট পোস্টে প্রিয়াঙ্কা বলেছেন ‘আমার করোনা শনাক্ত হয়েছে, তবে উপসর্গ খুব সামান্য। আমি করোনার সব বিধি-নিষেধ মেনে চলছি। বাড়িতে কোয়ারেন্টিনে আছি। আমার সংস্পর্শে যারা এসেছিলেন সবাইকে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের অনুরোধ জানাচ্ছি।
এর আগে গতকাল বৃহস্পতিবার ( ২ জুন) সোনিয়া গান্ধীর করোনা আক্রান্ত হওয়ার পাওয়া যায়। বর্তমানে তিনি স্বাস্থ্যবিধি মেনে আইশোলেশনে আছেন। ইতিমধ্যে তার সংস্পর্শে আসা বেশ কয়েকজন কংগ্রেস নেতারও কোভিড রিপোর্ট পজিটিভ এসেছে।

দৈনিক দেশ নিউজ ডটকম ডেস্ক 
























