বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫, ১১ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

হামলা বাড়িয়েছে রাশিয়া, যুদ্ধাস্ত্র ফুরিয়ে আসায় দুশ্চিন্তায় ইউক্রেন

ইউক্রেন স্বীকার না করলেও মস্কোর দাবি, যুক্তরাষ্ট্রসহ ইউরোপীয় দেশগুলোর পাঠানো অস্ত্র যে সব জায়গায় মজুত করা ছিল, সব ধ্বংস করা হয়েছে। একই সঙ্গে রুশ হামলা বেড়ে যাওয়ায় এবং যুদ্ধাস্ত্র ফুরিয়ে আসায় দুশ্চিন্তায় পড়েছে ইউক্রেন।

ইউক্রেনীয় গোয়েন্দা সূত্রে খবর এসেছে, রাশিয়া গণহত্যা চালাতে পারে ইউক্রেনে। ১৯৬০-এর দশকের কেএইচ-২২ ক্ষেপণাস্ত্র ছোঁড়া হতে পারে সাধারণ বসতি লক্ষ্য করে। যা কি না যুদ্ধবিমান ধ্বংস করতে সক্ষম, তা জমিতে এসে পড়লে কী হতে পারে, তার প্রমাদ গুণছে ইউক্রেন। এদিকে, তাদের কাছে থাকা যুদ্ধাস্ত্রও প্রায় শেষ। পশ্চিমের কাছে তারা আবেদন জানিয়েছে, দ্রুত পাঠানো হোক হাতিয়ার। খবর আনন্দবাজার পত্রিকার।

প্রতিবেদন অনুযায়ী, পশ্চিম ইউক্রেনের শহর চোর্টকিভে রকেট হানা চালায় মস্কো। তাতে একটি ইউক্রেনীয় সেনা ঘাঁটি আংশিক ধ্বংস হওয়ার খবর রয়েছে। ২২ জন আহত হয়েছেন বলে জানা গিয়েছে। কিন্তু রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি, ট্যাঙ্ক-ধ্বংসকারী ক্ষেপণাস্ত্রের বিশাল মজুত ছিল। বিমান প্রতিরক্ষাব্যবস্থা ছিল। যুক্তরাষ্ট্রসহ ইউরোপীয় দেশগুলোর পাঠানো গোলা মজুত ছিল। সব ধ্বংস করে দেয়া হয়েছে।

একদিকে ডোনেৎস্ক অঞ্চলে রুশ সেনাকে অনেকটাই পিছু হটিয়েছে ইউক্রেনীয় বাহিনী। কিন্তু অন্য দিক দিয়ে ক্রমশই জমি দখল চালিয়ে যাচ্ছে রাশিয়া। রুশ স্থলবাহিনীর দাপটে রীতিমতো চাপে কিভ। এ মুহূর্তে রাশিয়া-ইউক্রেনের মূল যুদ্ধ চলছে ডনবাসে। কাছে সীমান্ত পেরিয়ে রাশিয়া থেকে চলে আসছে অস্ত্র ও যুদ্ধের জন্য প্রয়োজনীয় অন্যান্য সামগ্রী। ইউক্রেনের জন্য যেটা চিন্তার, মজুত অস্ত্র ফুরিয়ে এসেছে। কিয়েভ সরকারের এক উপদেষ্টা জানিয়েছেন, দিনে ৫০ হাজার রাউন্ড গুলি ছুঁড়ছে রাশিয়া। ইউক্রেন তার ১০ ভাগের এক ভাগ।

পশ্চিম অনেকই অস্ত্র পাঠিয়েছে ইউক্রেনে। কিন্তু তাও কম পড়ছে। তা ছাড়া, যুদ্ধ এখনই শেষ হওয়ার কোনও ইঙ্গিত নেই। যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতি দিয়েছিল, ১০৮-এম-৭৭৭ হাওয়াইৎজার এবং দুই লাখ ২০ হাজার রাউন্ড অস্ত্র পাঠাবে। কিন্তু তারও বেশিটাই যুদ্ধক্ষেত্রে রয়েছে। এখনও আমেরিকার হিমারস মাল্টিপল রকেট সিস্টেম আসা বাকি রয়েছে। কিন্তু তা ইউক্রেন হাতে পেলেও ব্যবহার করতে আরও বেশ কয়েক সপ্তাহ চলে যাবে। হিমার ব্যবহার করার আগে ইউক্রেনীয় সেনাকে যথাযথ প্রশিক্ষণ নিতে হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সর্বাধিক পঠিত

হামলা বাড়িয়েছে রাশিয়া, যুদ্ধাস্ত্র ফুরিয়ে আসায় দুশ্চিন্তায় ইউক্রেন

প্রকাশিত সময় : ০৪:১৫:৪৮ অপরাহ্ন, সোমবার, ১৩ জুন ২০২২

ইউক্রেন স্বীকার না করলেও মস্কোর দাবি, যুক্তরাষ্ট্রসহ ইউরোপীয় দেশগুলোর পাঠানো অস্ত্র যে সব জায়গায় মজুত করা ছিল, সব ধ্বংস করা হয়েছে। একই সঙ্গে রুশ হামলা বেড়ে যাওয়ায় এবং যুদ্ধাস্ত্র ফুরিয়ে আসায় দুশ্চিন্তায় পড়েছে ইউক্রেন।

ইউক্রেনীয় গোয়েন্দা সূত্রে খবর এসেছে, রাশিয়া গণহত্যা চালাতে পারে ইউক্রেনে। ১৯৬০-এর দশকের কেএইচ-২২ ক্ষেপণাস্ত্র ছোঁড়া হতে পারে সাধারণ বসতি লক্ষ্য করে। যা কি না যুদ্ধবিমান ধ্বংস করতে সক্ষম, তা জমিতে এসে পড়লে কী হতে পারে, তার প্রমাদ গুণছে ইউক্রেন। এদিকে, তাদের কাছে থাকা যুদ্ধাস্ত্রও প্রায় শেষ। পশ্চিমের কাছে তারা আবেদন জানিয়েছে, দ্রুত পাঠানো হোক হাতিয়ার। খবর আনন্দবাজার পত্রিকার।

প্রতিবেদন অনুযায়ী, পশ্চিম ইউক্রেনের শহর চোর্টকিভে রকেট হানা চালায় মস্কো। তাতে একটি ইউক্রেনীয় সেনা ঘাঁটি আংশিক ধ্বংস হওয়ার খবর রয়েছে। ২২ জন আহত হয়েছেন বলে জানা গিয়েছে। কিন্তু রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি, ট্যাঙ্ক-ধ্বংসকারী ক্ষেপণাস্ত্রের বিশাল মজুত ছিল। বিমান প্রতিরক্ষাব্যবস্থা ছিল। যুক্তরাষ্ট্রসহ ইউরোপীয় দেশগুলোর পাঠানো গোলা মজুত ছিল। সব ধ্বংস করে দেয়া হয়েছে।

একদিকে ডোনেৎস্ক অঞ্চলে রুশ সেনাকে অনেকটাই পিছু হটিয়েছে ইউক্রেনীয় বাহিনী। কিন্তু অন্য দিক দিয়ে ক্রমশই জমি দখল চালিয়ে যাচ্ছে রাশিয়া। রুশ স্থলবাহিনীর দাপটে রীতিমতো চাপে কিভ। এ মুহূর্তে রাশিয়া-ইউক্রেনের মূল যুদ্ধ চলছে ডনবাসে। কাছে সীমান্ত পেরিয়ে রাশিয়া থেকে চলে আসছে অস্ত্র ও যুদ্ধের জন্য প্রয়োজনীয় অন্যান্য সামগ্রী। ইউক্রেনের জন্য যেটা চিন্তার, মজুত অস্ত্র ফুরিয়ে এসেছে। কিয়েভ সরকারের এক উপদেষ্টা জানিয়েছেন, দিনে ৫০ হাজার রাউন্ড গুলি ছুঁড়ছে রাশিয়া। ইউক্রেন তার ১০ ভাগের এক ভাগ।

পশ্চিম অনেকই অস্ত্র পাঠিয়েছে ইউক্রেনে। কিন্তু তাও কম পড়ছে। তা ছাড়া, যুদ্ধ এখনই শেষ হওয়ার কোনও ইঙ্গিত নেই। যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতি দিয়েছিল, ১০৮-এম-৭৭৭ হাওয়াইৎজার এবং দুই লাখ ২০ হাজার রাউন্ড অস্ত্র পাঠাবে। কিন্তু তারও বেশিটাই যুদ্ধক্ষেত্রে রয়েছে। এখনও আমেরিকার হিমারস মাল্টিপল রকেট সিস্টেম আসা বাকি রয়েছে। কিন্তু তা ইউক্রেন হাতে পেলেও ব্যবহার করতে আরও বেশ কয়েক সপ্তাহ চলে যাবে। হিমার ব্যবহার করার আগে ইউক্রেনীয় সেনাকে যথাযথ প্রশিক্ষণ নিতে হবে।