উত্তর আমেরিকার দেশ কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো দ্বিতীয়বারের মতো মহামারি করোনা ভাইরাসে সংক্রমিত হয়েছেন। টুইটার পোস্টের মাধ্যমে এরই মধ্যে তিনি নিজেই বিষয়টি বিষয়টি নিশ্চিত করেছেন।
সোমবার (১৩ জুন) স্থানীয় সময় বিকালে ট্রুডো বলেন, কোভিড আক্রান্ত হলেও ভ্যাকসিন নেওয়ার কারণে বর্তমানে আমি ভীষণ সুস্থ বোধ করছি।
টুইট বার্তায় তিনি দাবি করেন, আমি করোনা আক্রান্ত বলে শনাক্ত হয়েছি। বর্তমানে আমি আইসোলেশনে থেকে স্বাস্থ্যবিধি মেনে চলছি। প্রাণঘাতী ভাইরাসটির প্রতিরোধী ভ্যাকসিন নেওয়ায় এখন সুস্থ বোধ করছি।
তার মতে, সুতরাং আপনি যদি কোভিড প্রতিরোধী টিকা না নিয়ে থাকেন, তাহলে শিগগির নিয়ে ফেলুন। আর যদি সম্ভব হয় তবে বুস্টার ডোজও সংগ্রহ করুন।
উল্লেখ্য, এর আগে চলতি বছরের জানুয়ারি মাসে করোনা ভাইরাসে সংক্রমিত হয়েছিলেন কানাডার এই প্রধানমন্ত্রী।
সূত্র : রয়টার্স

আন্তর্জাতিক ডেস্ক /দৈনিক দেশ নিউজ ডটকম 
























