বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫, ১১ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

বিশ্বে ৬৩ লাখ ৩৭ হাজার প্রাণ নিল করোনা

বিশ্বে ৬৩ লাখ ৩৭ হাজার প্রাণ নিল করোনা

চলমান মহামারি করোনা ভাইরাসের ভয়াল থাবায় বিশ্বজুড়ে দৈনিক মৃতের সংখ্যা ক্রমে হ্রাস পাচ্ছে। একই সঙ্গে আগের দিনের তুলনায় উল্লেখযোগ্য পরিমাণে কমেছে প্রাণঘাতী ভাইরাসে নতুন শনাক্ত রোগীর সংখ্যাও। গেল ২৪ ঘণ্টায় সারা বিশ্বে কোভিড আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন এক হাজার দুইশর বেশি মানুষ। নির্ধারিত এই সময়ের মধ্যে ভাইরাসটিতে নতুন করে আক্রান্তের সংখ্যা পাঁচ লাখ ৬০ হাজারে নেমে এসেছে।

শেষ এক দিনে বিশ্বজুড়ে সবচেয়ে বেশি সংক্রমণের ঘটনা ঘটল পশ্চিম ইউরোপের দেশ জার্মানিতে। এ দিকে দৈনিক প্রাণহানির তালিকায় এখনো শীর্ষস্থানে রয়েছে ল্যাটিন আমেরিকার দেশ ব্রাজিল। আর প্রাণ হারানোদের তালিকায় এরপরই রয়েছে যথাক্রমে- যুক্তরাষ্ট্র, তাইওয়ান, কানাডা, রাশিয়া, ইতালি এবং যুক্তরাজ্যের নাম। এতে বিশ্বব্যাপী কোভিড আক্রান্তের সংখ্যা ৫৪ কোটি ৩০ লাখের ঘর ছাড়িয়েছে। অপর দিকে মৃতের সংখ্যা ৬৩ লাখ ৩৭ হাজারে পৌঁছে গেছে।

শুক্রবার (১৭ জুন) বাংলাদেশ সময় সকাল ১০টা পর্যন্ত করোনা ভাইরাসে মৃত্যু, আক্রান্ত ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডো মিটারস থেকে পাওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী- গেল ২৪ ঘণ্টায় সারাবিশ্বে কোভিড আক্রান্ত হয়ে মারা গেছেন এক হাজার ২৬২ জন। অর্থাৎ আগের দিনের তুলনায় মৃত্যুর সংখ্যা প্রায় একশ কমেছে। এতে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা বেড়ে ৬৩ লাখ ৩৭ হাজার ৮৯৪ জনে দাঁড়িয়েছে।

নির্ধারিত এই সময়ের মধ্যে রোগটিতে নতুন করে সংক্রমিত হয়েছেন পাঁচ লাখ ৬০ হাজার ৯০৪ জন। অর্থাৎ আগের দিনের তুলনায় নতুন শনাক্ত রোগীর সংখ্যা প্রায় ১৫ হাজার কমেছে। এতে মহামারির তাণ্ডব শুরুর পর থেকে ভাইরাসটিতে এ পর্যন্ত আক্রান্ত মোট রোগীর সংখ্যা ৫৪ কোটি ৩০ লাখ ২৯ হাজার ৭৬০ জন ছাড়িয়েছে।উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বর মাসে এশিয়ার পরাশক্তি চীনের হুবেই প্রদেশের উহান শহরে প্রথম করোনা ভাইরাসে সংক্রমিত রোগী শনাক্ত হয়। এরপর গত বছরের ১১ মার্চ প্রাণঘাতী ভাইরাসটিকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। এর আগে একই বছরের ২০ জানুয়ারি সংস্থাটি বিশ্বজুড়ে জরুরি পরিস্থিতি ঘোষণা করে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সর্বাধিক পঠিত

বিশ্বে ৬৩ লাখ ৩৭ হাজার প্রাণ নিল করোনা

প্রকাশিত সময় : ০৪:১৯:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুন ২০২২

চলমান মহামারি করোনা ভাইরাসের ভয়াল থাবায় বিশ্বজুড়ে দৈনিক মৃতের সংখ্যা ক্রমে হ্রাস পাচ্ছে। একই সঙ্গে আগের দিনের তুলনায় উল্লেখযোগ্য পরিমাণে কমেছে প্রাণঘাতী ভাইরাসে নতুন শনাক্ত রোগীর সংখ্যাও। গেল ২৪ ঘণ্টায় সারা বিশ্বে কোভিড আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন এক হাজার দুইশর বেশি মানুষ। নির্ধারিত এই সময়ের মধ্যে ভাইরাসটিতে নতুন করে আক্রান্তের সংখ্যা পাঁচ লাখ ৬০ হাজারে নেমে এসেছে।

শেষ এক দিনে বিশ্বজুড়ে সবচেয়ে বেশি সংক্রমণের ঘটনা ঘটল পশ্চিম ইউরোপের দেশ জার্মানিতে। এ দিকে দৈনিক প্রাণহানির তালিকায় এখনো শীর্ষস্থানে রয়েছে ল্যাটিন আমেরিকার দেশ ব্রাজিল। আর প্রাণ হারানোদের তালিকায় এরপরই রয়েছে যথাক্রমে- যুক্তরাষ্ট্র, তাইওয়ান, কানাডা, রাশিয়া, ইতালি এবং যুক্তরাজ্যের নাম। এতে বিশ্বব্যাপী কোভিড আক্রান্তের সংখ্যা ৫৪ কোটি ৩০ লাখের ঘর ছাড়িয়েছে। অপর দিকে মৃতের সংখ্যা ৬৩ লাখ ৩৭ হাজারে পৌঁছে গেছে।

শুক্রবার (১৭ জুন) বাংলাদেশ সময় সকাল ১০টা পর্যন্ত করোনা ভাইরাসে মৃত্যু, আক্রান্ত ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডো মিটারস থেকে পাওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী- গেল ২৪ ঘণ্টায় সারাবিশ্বে কোভিড আক্রান্ত হয়ে মারা গেছেন এক হাজার ২৬২ জন। অর্থাৎ আগের দিনের তুলনায় মৃত্যুর সংখ্যা প্রায় একশ কমেছে। এতে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা বেড়ে ৬৩ লাখ ৩৭ হাজার ৮৯৪ জনে দাঁড়িয়েছে।

নির্ধারিত এই সময়ের মধ্যে রোগটিতে নতুন করে সংক্রমিত হয়েছেন পাঁচ লাখ ৬০ হাজার ৯০৪ জন। অর্থাৎ আগের দিনের তুলনায় নতুন শনাক্ত রোগীর সংখ্যা প্রায় ১৫ হাজার কমেছে। এতে মহামারির তাণ্ডব শুরুর পর থেকে ভাইরাসটিতে এ পর্যন্ত আক্রান্ত মোট রোগীর সংখ্যা ৫৪ কোটি ৩০ লাখ ২৯ হাজার ৭৬০ জন ছাড়িয়েছে।উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বর মাসে এশিয়ার পরাশক্তি চীনের হুবেই প্রদেশের উহান শহরে প্রথম করোনা ভাইরাসে সংক্রমিত রোগী শনাক্ত হয়। এরপর গত বছরের ১১ মার্চ প্রাণঘাতী ভাইরাসটিকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। এর আগে একই বছরের ২০ জানুয়ারি সংস্থাটি বিশ্বজুড়ে জরুরি পরিস্থিতি ঘোষণা করে।