মহানবী হজরত মুহাম্মদ (সা.)-কে কটূক্তি করায় ভারতীয় জনতা পার্টির (বিজেপি) সাময়িক বহিষ্কৃত মুখপাত্র আজ সোমবার কলকাতা পুলিশের কাছে হাজিরা দেননি। জীবনের ঝুঁকি রয়েছে বলে জানিয়ে তিনি কলকাতা পুলিশের কাছে চার সপ্তাহ সময় চেয়েছে।
একটি সংবাদ সংস্থার বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের খবরে বলা হয়, সময় চেয়ে কলকাতা পুলিশকে একটি ইমেইল পাঠিয়েছেন নূপুর। সেই ইমেইলে তিনি চার সপ্তাহ পরে কলকাতা মেট্রোপলিটন পুলিশেরন নারকেলডাঙা থানায় হাজিরা দিতে পারবেন বলে জানিয়েছেন। তবে পুলিশের পক্ষে তাকে পরবর্তী কোনো দিনক্ষণ জানানো হয়েছে কি না, তা জানা যায়নি।
মুহাম্মদ (সা.)-কে নূপুরের বিতর্কিত মন্তব্যের পরে ভারতসহ বিশ্বের নানা প্রান্তে বিক্ষোভ হয়। পশ্চিমবঙ্গেও এর জেরে বিক্ষোভ করা হয়। পরে কলকাতার নারকেলডাঙা থানা অভিযোগে করেন এক ব্যক্তি। সে অভিযোগে নূপুরকে আজ সোমবারের মধ্যে সশরীরে হাজিরা দিতে বলেছিল কলকাতা পুলিশ। সেই হাজিরাই পিছিয়ে দেওয়ার দাবি জানিয়েছেন নূপুর।

আন্তর্জাতিক ডেস্ক /দৈনিক দেশ নিউজ ডটকম 

























