বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ৩ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

ইউটার্নের দাবিতে বঙ্গবন্ধু সেতু-ঢাকা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ

বঙ্গবন্ধু সেতু-ঢাকা মহাসড়কে টাঙ্গাইল সদর উপজেলার করটিয়া ইউনিয়নের মাদারজানী নামক স্থানে অবরোধ সৃষ্টি করে বিক্ষোভ করেছে এলাকাবাসী।

ওই স্থানে ইউটার্নের দাবিতে মঙ্গলবার সকাল ১০টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত তারা ওই বিক্ষোভ করেন।

অবরোধের কারণে মহাসড়কের দুই পাশে যানচলাচল বন্ধ হয়ে দীর্ঘ ২০ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়। এতে যাত্রী সাধারণ চরম ভোগান্তিতে পড়ে।

জানা যায়, টাঙ্গাইল সদর উপজেলার করটিয়া ইউনিয়নের মাদারজানী গ্রামের মাঝখান দিয়ে মহাসড়ক হওয়ায় গ্রামটি দুই ভাগে বিভক্ত হয়ে পড়ে। ফলে এপারের মানুষ ওপারে যেতে নানা দুর্ভোগের শিকার হয়।

গ্রামবাসীর দাবির পরিপ্রেক্ষিতে এত দিন সামান্য ইউটার্ন রাখা হলেও মঙ্গলবার সকালে কর্তৃপক্ষ ওই ইউটার্নটুকুও বন্ধ করতে যাওয়ায় মুহূর্তের মধ্যে গ্রামবাসীরা একত্র হয়ে মহাসড়কে অবস্থান নেন।

তারা ইউটার্নের দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করতে থাকেন।

প্রায় ত্রিশ মিনিটের ওই অবরোধে মহাসড়কের দুই পাশে প্রায় ২০ কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। তাৎক্ষণিকভাবে পুলিশ গিয়ে পরিবেশ শান্ত করার চেষ্টা করলেও এলাকাবাসী তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত অবরোধ তুলবে না বলে স্লোগান দিতে থাকে।

পরে টাঙ্গাইল সদর উপজেলা চেয়ারম্যান শাহজাহান আনছারী ঘটনাস্থলে গিয়ে দাবি আদায়ে আশ্বস্ত করলে এলাকাবাসী অবরোধ তুলে নেয়।

মাদারজানী জামে মসজিদ কমিটির সাধারণ সম্পাদক মো. আব্দুল হামিদ, গ্রামবাসী মো. আমিনুল ইসলাম, মোস্তফা মুরাদ, মিঠু মিয়া, বাবুল মিয়া, ইয়াকুব হোসেন, মো. সিরাজ মিয়া, মো. ছানোয়ার হোসেন, লাল মিয়াসহ অনেকেই জানান, মহাসড়কে মাদারজানী গ্রামের অংশে ইউটার্নের দাবি দীর্ঘ দিনের।

ইউটার্ন না থাকলে মহাসড়কের পশ্চিম পাশের মসজিদে নামাজ আদায়, গোরস্থানে দাফনসহ করটিয়া হাটে যাওয়া-আসা প্রায় অসম্ভব হয়ে পড়বে। তাই ওই স্থানে ইউটার্ন বা ফুটওভার ব্রিজের দাবি জানান তারা।

করটিয়া ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি এমদাদুল হক এনামুল, সাবেক ইউপি সদস্য মো. শফিকুল ইসলাম শফি, করটিয়া সরকারি সা’দত কলেজ শাখা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক মো. রতন মিঞা জানান, মাদারজানী গ্রামে পারাপারের জন্য ইউটার্ণ বা ফুটওভার ব্রিজ না থাকায় কিছুদিন পরপরই দুর্ঘটনার শিকার হতে হয়। অনতিবিলম্বে ইউটার্ন বা ফুটওভার ব্রিজের দাবি জানান তারা।

টাঙ্গাইল মডেল থানার অফিসার ইনচার্জ(ওসি) মীর মোশারফ হোসেন জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে বিক্ষোভকারীদের শান্ত করে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করেন।

টাঙ্গাইল সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক শাহজাহান আনছারী জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে এলাকাবাসীদের আশ^স্ত করলে বিক্ষুব্ধ জনতা অবরোধ তুলে নেয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সর্বাধিক পঠিত

ইউটার্নের দাবিতে বঙ্গবন্ধু সেতু-ঢাকা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ

প্রকাশিত সময় : ০৪:৪৩:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুন ২০২২

বঙ্গবন্ধু সেতু-ঢাকা মহাসড়কে টাঙ্গাইল সদর উপজেলার করটিয়া ইউনিয়নের মাদারজানী নামক স্থানে অবরোধ সৃষ্টি করে বিক্ষোভ করেছে এলাকাবাসী।

ওই স্থানে ইউটার্নের দাবিতে মঙ্গলবার সকাল ১০টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত তারা ওই বিক্ষোভ করেন।

অবরোধের কারণে মহাসড়কের দুই পাশে যানচলাচল বন্ধ হয়ে দীর্ঘ ২০ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়। এতে যাত্রী সাধারণ চরম ভোগান্তিতে পড়ে।

জানা যায়, টাঙ্গাইল সদর উপজেলার করটিয়া ইউনিয়নের মাদারজানী গ্রামের মাঝখান দিয়ে মহাসড়ক হওয়ায় গ্রামটি দুই ভাগে বিভক্ত হয়ে পড়ে। ফলে এপারের মানুষ ওপারে যেতে নানা দুর্ভোগের শিকার হয়।

গ্রামবাসীর দাবির পরিপ্রেক্ষিতে এত দিন সামান্য ইউটার্ন রাখা হলেও মঙ্গলবার সকালে কর্তৃপক্ষ ওই ইউটার্নটুকুও বন্ধ করতে যাওয়ায় মুহূর্তের মধ্যে গ্রামবাসীরা একত্র হয়ে মহাসড়কে অবস্থান নেন।

তারা ইউটার্নের দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করতে থাকেন।

প্রায় ত্রিশ মিনিটের ওই অবরোধে মহাসড়কের দুই পাশে প্রায় ২০ কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। তাৎক্ষণিকভাবে পুলিশ গিয়ে পরিবেশ শান্ত করার চেষ্টা করলেও এলাকাবাসী তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত অবরোধ তুলবে না বলে স্লোগান দিতে থাকে।

পরে টাঙ্গাইল সদর উপজেলা চেয়ারম্যান শাহজাহান আনছারী ঘটনাস্থলে গিয়ে দাবি আদায়ে আশ্বস্ত করলে এলাকাবাসী অবরোধ তুলে নেয়।

মাদারজানী জামে মসজিদ কমিটির সাধারণ সম্পাদক মো. আব্দুল হামিদ, গ্রামবাসী মো. আমিনুল ইসলাম, মোস্তফা মুরাদ, মিঠু মিয়া, বাবুল মিয়া, ইয়াকুব হোসেন, মো. সিরাজ মিয়া, মো. ছানোয়ার হোসেন, লাল মিয়াসহ অনেকেই জানান, মহাসড়কে মাদারজানী গ্রামের অংশে ইউটার্নের দাবি দীর্ঘ দিনের।

ইউটার্ন না থাকলে মহাসড়কের পশ্চিম পাশের মসজিদে নামাজ আদায়, গোরস্থানে দাফনসহ করটিয়া হাটে যাওয়া-আসা প্রায় অসম্ভব হয়ে পড়বে। তাই ওই স্থানে ইউটার্ন বা ফুটওভার ব্রিজের দাবি জানান তারা।

করটিয়া ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি এমদাদুল হক এনামুল, সাবেক ইউপি সদস্য মো. শফিকুল ইসলাম শফি, করটিয়া সরকারি সা’দত কলেজ শাখা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক মো. রতন মিঞা জানান, মাদারজানী গ্রামে পারাপারের জন্য ইউটার্ণ বা ফুটওভার ব্রিজ না থাকায় কিছুদিন পরপরই দুর্ঘটনার শিকার হতে হয়। অনতিবিলম্বে ইউটার্ন বা ফুটওভার ব্রিজের দাবি জানান তারা।

টাঙ্গাইল মডেল থানার অফিসার ইনচার্জ(ওসি) মীর মোশারফ হোসেন জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে বিক্ষোভকারীদের শান্ত করে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করেন।

টাঙ্গাইল সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক শাহজাহান আনছারী জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে এলাকাবাসীদের আশ^স্ত করলে বিক্ষুব্ধ জনতা অবরোধ তুলে নেয়।