পদ্মা সেতু উদ্বোধনে আয়োজিত মুন্সিগঞ্জের মাওয়া সুধী সমাবেশস্থলে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার সকাল ১০টার দিকে হেলিকপ্টারে করে সেখানে পৌঁছান তিনি। কিছুক্ষণের মধ্যেই তিনি পদ্মা সেতু উদ্বোধন করবেন তিনি।
সেতুর উদ্বোধন উপলক্ষ্যে সুধী সমাবেশে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী। সমাবেশে সভাপতির বক্তব্যে সেতু নির্মাণের জন্য শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জানান সেতুমন্ত্রী।
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, এই সেতু নির্মাণে অন্য কারো কৃতিত্ব নেই। এই কৃতিত্ব একমাত্র বঙ্গবন্ধু কন্যার। শেখ হাসিনা না থাকলে এত প্রতিবন্ধকতা অতিক্রম করতে পারতাম না।”
সেতুমন্ত্রী আরও বলেন, যতদিন পদ্মা সেতু থাকবে ততো দিন শেখ হাসিনার নাম অহংকারের সঙ্গে উচ্চারিত হবে।”
একনজরে পদ্মা সেতু
প্রকল্পের অবস্থান: রাজধানী ঢাকা থেকে প্রায় ৪০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে। দেশের মুন্সিগঞ্জ, শরীয়তপুর ও মাদারীপুর জেলায় প্রকল্পের অবস্থান। সেতুর উত্তর প্রান্তে মাওয়া, লৌহজং, মুন্সিগঞ্জ এবং দক্ষিণ প্রান্তে জাজিরা, শরীয়তপুর, শিবচর ও মাদারীপুর।
প্রকল্পের নাম : পদ্মা বহুমুখী সেতু প্রকল্প।
সেতুর মোট খরচ : ৩০ হাজার ১৯৩ কোটি টাকার পুরোটাই অর্থ বিভাগ থেকে ঋণ নিয়েছে সেতু কর্তৃপক্ষ। এই টাকা ৩৬ বছরে শোধ করতে হবে।
প্রকল্পের মেয়াদ : ১ জানুয়ারি ২০০৯ থেকে ৩০ জুন ২০২৩।
মূল সেতুর ঠিকাদার : পদ্মা সেতু নির্মাণে চুক্তিবদ্ধ কোম্পানির নাম চায়না রেলওয়ে গ্রুপ লিমিটেডের আওতাধীন চায়না মেজর ব্রিজ কোম্পানি।
মূল চুক্তিমূল্য : ১২ হাজার ১৩৩ কোটি ৩৯ লাখ ৩০ হাজার টাকা।
কাজ শুরু : ২৬ নভেম্বর, ২০১৪।
চুক্তি অনুযায়ী কাজ সমাপ্তির তারিখ : ২৫ নভেম্বর, ২০১৮। পরে কয়েক ধাপে সময় বাড়ানো হয়।
কাজের মূল সময়সীমা : ৪৮ মাস। বর্ধিত সময় ৪৩ মাস।
কাজ সমাপ্তির পুনর্নির্ধারিত তারিখ : ৩০ জুন, ২০২২ (বর্ধিত সময়সহ)।
এ পর্যন্ত কাজের ভৌত/বাস্তব অগ্রগতি : ৯৮ শতাংশ।
রেল সংযোগ : পদ্মা সেতুতে রেললাইন স্থাপন হচ্ছে স্প্যানের মধ্য দিয়ে।
অফিশিয়াল নাম : পদ্মা সেতু।
নকশা : আমেরিকান মাল্টিন্যাশনাল ইঞ্জিনিয়ারিং ফার্ম এইসিওএমের (AECOM) নেতৃত্বে আন্তর্জাতিক ও জাতীয় পরামর্শকদের নিয়ে গঠিত একটি দল।
ধরন : পদ্মা সেতুর ধরন দ্বিতলবিশিষ্ট।
প্রধান উপকরণ : কংক্রিট ও স্টিল।
রক্ষণাবেক্ষণ : বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ।
দৈর্ঘ্য : পদ্মা সেতুর দৈর্ঘ্য ৬ দশমিক ১৫ কিলোমিটার।
প্রস্থ : পদ্মা সেতুর প্রস্থ হবে ৭২ ফুট, এতে রয়েছে চার লেনের সড়ক। মাঝখানে রোড ডিভাইডার।
ভায়াডাক্ট : পদ্মা সেতুর ভায়াডাক্ট ৩ দশমিক ১৮ কিলোমিটার।
ভায়াডাক্ট পিলার : ৮১টি।
পানির স্তর থেকে উচ্চতা : ৬০ ফুট।
পাইলিং গভীরতা : ৩৮৩ ফুট।
মোট পিলার : ৪২টি।
মোট পাইলিং : ২৮৬টি।
সংযোগ সড়ক : পদ্মা সেতুর সংযোগ সড়ক দুই প্রান্তে (জাজিরা ও মাওয়া) ১৪ কিলোমিটার।
মোট লোকবল : পদ্মা সেতু প্রকল্পে কাজ করছে প্রায় চার হাজার মানুষ।
প্রবৃদ্ধি বাড়বে : ১ দশমিক ২ শতাংশ।
নদীশাসন : প্রকল্প এলাকায় প্রায় ১৪ কিলোমিটার নদীশাসন করতে হচ্ছে। এর মধ্যে মাওয়া এলাকায় ১ দশমিক ৬ কিলোমিটার এবং বাকি ১২ দশমিক ৪০ কিলোমিটার জাজিরা এলাকায়।
ঠিকাদারের নাম : সিনোহাইড্রো করপোরেশন লিমিটেড চায়না।
চুক্তিমূল্য : ৮ হাজার ৭০৭ কোটি ৮১ লাখ টাকা।
ভূমি অধিগ্রহণ : ভূমি অধিগ্রহণের পরিমাণ ২ হাজার ৬৯৩ দশমিক ২১ হেক্টর।
অ্যাপ্রোচ রোড : জাজিরা ও মাওয়া।
সেতু পাড়ে বৃক্ষরোপণ : লক্ষ্যমাত্রা প্রায় ৪ লক্ষাধিক।
পদ্মা সেতু জাদুঘর স্থাপন : পদ্মা বহুমুখী সেতু নির্মাণ প্রকল্প ও প্রাণিবিদ্যা বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে সম্পাদিত চুক্তির আওতায় ‘পদ্মা সেতু জাদুঘর প্রতিষ্ঠা’র জন্য নমুনা সংগ্রহ ও সংরক্ষণের কাজ চলমান আছে।
জীববৈচিত্র্য সংরক্ষণ ও অভয়ারণ্য ব্যবস্থাপনা কর্মসূচি : পদ্মা সেতু বন্য প্রাণী অভয়ারণ্য ঘোষণা সম্পন্ন হয়েছে এবং গেজেট প্রকাশিত হয়েছে। ‘খসড়া ম্যানেজমেন্ট প্লান’ চূড়ান্তকরণের কাজ চলমান।

দৈনিক দেশ নিউজ ডটকম ডেস্ক 

























