ব্রিটিশ পার্লামেন্টের সাবেক চিফ হুইপ ক্রিস পিঞ্চারের বিরুদ্ধে অশোভন আচরণের আরও ৬টি অভিযোগ উঠেছে। এর আগে দুই পুরুষকে অশোভন ইঙ্গিত করার দায়ে তাকে বরখাস্ত করা হয়েছে। এরপরই এসব অভিযোগ এলো। তবে এমপি হিসেবে পদত্যাগ করার কোনো ইচ্ছা তার নেই বলে জানিয়েছেন তিনি। গতকাল এ খবর জানিয়েছে বিবিসি।
সংবাদমাধ্যম ইনডিপেনডেন্ট, ডেইলি মেইল ও সানডে টাইমস গত রবিবার এ নিয়ে প্রতিবেদন প্রকাশ করে। পিঞ্চারের বিরুদ্ধে তিনটি মামলা দায়ের করা হয়েছে। মামলার অভিযোগে বলা হয়েছে- পিঞ্চার পুরুষ এমপিদের প্রতি কুরুচিপূর্ণ আচরণ করেছেন। এর মধ্যে একবার নিজের কার্যালয়েও এমন আচরণ করেন তিনি। তবে এখন পর্যন্ত তার বিরুদ্ধে কোনো ধরনের সরকারি পদক্ষেপ নেওয়া হয়নি।
খবরে বলা হয়, ফেব্রুয়ারি মাসে এমপিরা অভিযোগের বিস্তারিত ডাউনিং স্ট্রিটকে জানিয়েছেন। সেই সময় তাকে পার্টির হুইপ ও দলীয় এমপিদের শৃঙ্খলা ও কল্যাণ নিশ্চিত করার দায়িত্ব দেওয়া হয়। কিন্তু ডাউনিং স্ট্রিট জানিয়েছে- ফেব্রুয়ারি মাসে তাকে যখন ডেপুটি চিফ হুইপের দায়িত্ব দেওয়া হয়, সেই সময় এ ধরনের কোনো অভিযোগের ব্যাপারে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন জানতেন না। এদিকে বিষয়টি নিয়ে ব্রিটিশ পার্লামেন্টের আরেক মন্ত্রী থেরেসি কফি বিবিসিকে জানিয়েছেন, এ সম্পর্কে আগে তিনি কিছুই জানতেন না। ‘আজ সকালে’ই বিষয়টি তার কানে এসেছে। এমনকি অভিযোগের বিস্তারিতও তিনি জানেন না।
৫২ বছর বয়সী পিঞ্চারকে গত বৃহস্পতিবার টোরি পার্টির ডেপুটি চিফ হুইপের পদ থেকে বরখাস্ত করা হয়। দুজন পুরুষ অভিযোগ করেন লন্ডনের কনজারভেটিভ পার্টির সদস্যদের একটি ক্লাবে তাদের সঙ্গে অশোভন আচরণ করেন পিঞ্চার। ডেপুটি চিফ হুইপের পদ থেকে বরখাস্তের পর ডাউনিং স্ট্রিট প্রাথমিকভাবে পরামর্শ দিয়েছেন- প্রধানমন্ত্রী বিষয়টি বন্ধ করতে বলেছেন।

আন্তর্জাতিক ডেস্ক /দৈনিক দেশ নিউজ ডটকম 

























