বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ৩ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

ব্যস্ত কামারেরা

ব্যস্ত কামারেরা

চলছে হাঁপর টানা, পুড়ছে কয়লা আর জ্বলছে লোহা। দগদগে আগুনে গরম লোহায় ওস্তাদ-সাগরেদের পিটুনিতে মুখর  কামারপট্টিগুলো।

লোহার টুনটুন শব্দ শোনা যাচ্ছে দূর থেকে। কোরবানির প্রয়োজনীয় উপকরণ তৈরি করে সাজিয়ে রেখেছেন কামারেরা। কোরবানির ঈদকে সামনে রেখে পশু জবাইয়ের উপকরণ তৈরিতে ব্যস্ত সময় পার করছেন তারা।  কেউ তৈরি লোহার জিনিসে তেল মালিশ করছেন। মাঝে মধ্যে ক্রেতা আসলে তাদের সঙ্গে কথা বলছেন। অর্ডারও নিচ্ছেন কারো কারো। কেউ দাম জিজ্ঞাসা করলে হাসিমুখে বলছেন।

বাজার ঘুরে দেখা যায়, প্রতি পিস চাপাতি বিক্রি হচ্ছে ৮০০ থেকে ১৫০০ টাকা। যা গত বছর ছিল ৬০০ থেকে ১২০০ টাকার মধ্যে। চাইনিজ কুড়াল পাওয়া যাচ্ছে ১০০০ থেকে ১৪০০ টাকায়। চামড়া ছাড়ানোর ছুরি ১০০ থেকে ৪০০ টাকা, বড় ছুরি ৮০০ থেকে ৩০০০ টাকা পর্যন্ত। ছুরি ধার করার স্টিল প্রতি পিচ ৯০ থেকে ১১০ টাকা। দা ২৫০ থেকে ১২০০ টাকা, বটি ৩০০ থেকে ২০০০ টাকা কাঁচি ৮০ থেকে ১০০ টাকার মধ্যে পাওয়া যাচ্ছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সর্বাধিক পঠিত

ব্যস্ত কামারেরা

প্রকাশিত সময় : ১১:১৯:২৯ পূর্বাহ্ন, শুক্রবার, ৮ জুলাই ২০২২

চলছে হাঁপর টানা, পুড়ছে কয়লা আর জ্বলছে লোহা। দগদগে আগুনে গরম লোহায় ওস্তাদ-সাগরেদের পিটুনিতে মুখর  কামারপট্টিগুলো।

লোহার টুনটুন শব্দ শোনা যাচ্ছে দূর থেকে। কোরবানির প্রয়োজনীয় উপকরণ তৈরি করে সাজিয়ে রেখেছেন কামারেরা। কোরবানির ঈদকে সামনে রেখে পশু জবাইয়ের উপকরণ তৈরিতে ব্যস্ত সময় পার করছেন তারা।  কেউ তৈরি লোহার জিনিসে তেল মালিশ করছেন। মাঝে মধ্যে ক্রেতা আসলে তাদের সঙ্গে কথা বলছেন। অর্ডারও নিচ্ছেন কারো কারো। কেউ দাম জিজ্ঞাসা করলে হাসিমুখে বলছেন।

বাজার ঘুরে দেখা যায়, প্রতি পিস চাপাতি বিক্রি হচ্ছে ৮০০ থেকে ১৫০০ টাকা। যা গত বছর ছিল ৬০০ থেকে ১২০০ টাকার মধ্যে। চাইনিজ কুড়াল পাওয়া যাচ্ছে ১০০০ থেকে ১৪০০ টাকায়। চামড়া ছাড়ানোর ছুরি ১০০ থেকে ৪০০ টাকা, বড় ছুরি ৮০০ থেকে ৩০০০ টাকা পর্যন্ত। ছুরি ধার করার স্টিল প্রতি পিচ ৯০ থেকে ১১০ টাকা। দা ২৫০ থেকে ১২০০ টাকা, বটি ৩০০ থেকে ২০০০ টাকা কাঁচি ৮০ থেকে ১০০ টাকার মধ্যে পাওয়া যাচ্ছে।