বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে দলীয় মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ সিনিয়র নেতারা বৈঠকে বসেছেন।
রবিবার (১০ জুলাই) রাত সোয়া আটটায় গুলশান-২ এর ৭৯ নম্বর সড়কে খালেদা জিয়ার বাসভবন ফিরোজায় পৌঁছান মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ নেতারা।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেন।
বৈঠকে অন্যদের মধ্যে বিএনপির স্হায়ী কমিটি সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আমির খসরু মাহমুদ চৌধুরী, সেলিমা রহমান, বিএনপি ভাইস-চেয়ারম্যান অধ্যাপক ডাক্তার এ জেড এম জাহিদ হোসেন উপস্থিত রয়েছেন।
প্রতি বছর ঈদুল ফিতর ও ঈদুল আজহার দিনে দলীয় নেতাকর্মী ও সর্বস্তরের মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করতেন খালেদা জিয়া।
২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি দুর্নীতির মামলায় সাজা হওয়ার পর দুই বছর কারাগারে থাকায় ঈদের শুভেচ্ছা বিনিময় হয়নি। এরপর ২০২০ সালের ২৫ মার্চ সরকারের নির্বাহী আদেশে কারামুক্ত হয়ে গুলশানের বাসায় অবস্থান করছেন খালেদা জিয়া।২০২০ ও ২০২১ সালে বিশ্বব্যাপী করোনা মহামারির কারণে খালেদা জিয়ার সঙ্গে কেউ সাক্ষাতের সুযোগ পাননি। তবে এ বছর মে মাসে ঈদুল ফিতরের দিন দলীয় মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ স্থায়ী কমিটির কয়েকজন নেতা খালেদা জিয়ার সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময়ের সুযোগ পান। তারই ধারাবাহিকতায় আজ ঈদুল আজহার দিন খালেদা জিয়ার বাসায় গিয়ে সিনিয়র নেতারা ঈদ শুভেচ্ছা বিনিময় করতে এসেছেন।ভোরের কাগজ

দৈনিক দেশ নিউজ ডটকম ডেস্ক 

























