শেরপুরের নালিতাবাড়ীতে নানার বাড়ি বেড়াতে এসে পুকুরে ডুবে আঁখি (১২) নামে এক সপ্তম শ্রেণির ছাত্রীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৯ জুলাই) বিকালে উপজেলার কাকরকান্দি ইউনিয়নের মধ্যমকুড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, কয়েকদিন আগে ময়মনসিংহের শম্ভুগঞ্জ এলাকার আরিফ তার স্ত্রী-কন্যা সন্তানকে নিয়ে নালিতাবাড়ীর মধ্যমকুড়ায় শ্বশুড়বাড়ি বেড়াতে আসেন। মঙ্গলবার বিকাল তিনটার দিকে বাবা-মাকে বাড়ি রেখে আঁখি নানা আব্দুস সালামের পুকুরে গোসল করতে যায়।
এসময় গোসল করার এক পর্যায়ে পুকুরের পানিতে ডুবে যায় সে। এদিকে, অনেক সময় পার হলেও আঁখি বাড়িতে না ফেরায় পরিবারের অন্যান্য সদস্য তাকে খোঁজতে থাকে। এক পর্যায়ে স্থানীয়দের সহযোগিতায় আঁখির মরদেহ পুকুর থেকে উদ্ধার করা হয়।
কাকরকান্দি ইউনিয়নের চেয়ারম্যান নিয়ামুল কাউসার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

রিপোর্টারের নাম 

























