উপমহাদেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র হালদা নদীতে এক সপ্তাহের মধ্যে মরে ভেসে উঠেছে তিনটি গাঙ্গেয় ডলফিন।
গতকাল বৃহস্পতিবার (২১ জুলাই) সকালে রাউজান উপজেলার পশ্চিম গুজরা ইউনিয়নের আজিমেরঘাট এলাকায় একদিনেরও কম সময়ের ব্যবধানে আরও একটি মৃত ডলফিন ভেসে উঠে। ডলফিনটি প্রায় ৭ ফুট দৈর্ঘ্যের এবং এর ওজন ৬০ কেজি।
এর আগে গত বুধবার (২০ জুলাই) বিকেলে আজিমের ঘাট এলাকায় একটি, গত বৃহস্পতিবার (১৪ জুলাই) রাউজান পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের দক্ষিণ গহিরায় হালদা সংযুক্ত খালে একটি মৃত ডলফিন ভেসে উঠে।
২০১৭ সাল থেকে এ পর্যন্ত ৩৮টি ডলফিনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন নদী বিশেষজ্ঞরা।
এই প্রসঙ্গে হালদা গবেষক অধ্যাপক ড. মঞ্জুরুল কিবরিয়া বলেন, ‘এক সপ্তাহে তিনটি ডলফিনের মৃত্যু কখনো স্বাভাবিক মৃত্যু হতে পারে না। আজ (গতকাল বৃহস্পতিবার) উদ্ধার হওয়া মৃত ডলফিনটি পচে যাওয়ায় মৃত্যুর কারণ জানা যায়নি। গত বুধবার উদ্ধার করা ডলফিনটি মৎস্য শিকারিদের জালে আটকা পড়ায় হত্যা করা হয়েছে বলে মন্তব্য করেন তিনি। ২০১৭ সালের আগে হালদায় ডলফিন মৃত্যু ঘটেনি, গত ৫ বছরে এ পর্যন্ত ৩৮টি অতি বিপন্ন প্রজাতির মিঠাপানির ডলফিন মরা গেছে হালদায়।’

দৈনিক দেশ নিউজ ডটকম ডেস্ক 

























