আলি দাইয়ের থেকে আর মাত্র দু’গোল দূরে রয়েছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। শনিবার জার্মানির বিরুদ্ধে এক গোল করায় রোনালদো পৌঁছে গেলেন ১০৭ গোলে। আলি দাইয়ের গোলের সংখ্যা ১০৯। এ বার ইউরোতে ইরানের তারকা প্লেয়ারের রেকর্ড কি ভাঙতে পারবেন রোনালদো? তবে এ দিন রোনালদো কিন্তু নতুন একটি রেকর্ড করে ফেলেছেন।
জার্মানির বিরুদ্ধে রোনালদোর করা গোলের সঙ্গে সঙ্গে মিরোসালভ ক্লোজেকে স্পর্শ করে ফেললেন সিআর সেভেন। বিশ্বকাপ এবং ইউরো কাপ মিলিয়ে রোনালদো মোট ১৯ গোল করে ফেললেন। জার্মানির ক্লোজে ছাড়া এই রেকর্ড আর ইউরোপের কোনো খেলোয়াড়ের নেই। সেই দিক থেকে দেখতে গেলে পরের ম্যাচে ক্লোজেকে ছাপিয়ে যাওয়ার সুযোগ রয়েছে রোনালদোর সামনে। এই তালিকায় রোনালদো, ক্লোজের পরেই রয়েছেন গার্ড মুলার। ১৮টি গোল রয়েছে তাঁর।
এ দিনের গোলের ফলে পর্তুগালের জার্সিতে রোনালদোর মোট গোল সংখ্যা দাঁড়িয়েছে ১০৭-এ। জাতীয় দলের জার্সিতে বিশ্বের সর্বোচ্চ গোলদাতা এখনও পর্যন্ত আলি দাই (১০৯)। তাঁকে ছুঁতে আরও দু’গোল প্রয়োজন রোনালদোর।
তবে জার্মানির বিরুদ্ধে পর্তুগালের রক্ষণের দুর্দশা দেখার পর অনেকেই মনে করছেন, এই ইউরোতে আলি দাইকে আর সম্ভবত ছোঁয়া হল না রোনালেদোর। কারণ এ দিন পর্তুগালের পারফরম্যান্সে দেখার পরে, ইউরোর পরের পর্বে তাদের যাওয়া নিয়ে সমর্থকদের মনেই প্রশ্ন উঠে গেছে।
জার্মানির বিরুদ্ধে পর্তুগাল ২-৪ গোলে হেরেছে পর্তুগাল। জার্মানির চার গোলের মধ্যে দু’গোলই পর্তুগালের আত্মঘাতি। এর থেকেই রক্ষণের বিশ্রি দশাটা আন্দাজ করা যায়। যা হোক রোনালদো কিন্তু চেষ্টা করেছে। দ্বিতীয় গোলটিও রোনালদোর নামেই হয়ে যেত। যদি না শেষ মুহূর্তে পর্তুগালের দিয়োগো জোটা বলে পা ছোঁয়াতেন। তবে তিনি নিজে গোল করে, গোল করিয়েও, জেতাতে পারলেন না দলকে।

দৈনিক দেশ নিউজ বিডি ডটকম ডেস্ক 
























