শুক্রবার, ২৬ ডিসেম্বর ২০২৫, ১২ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

করোনায় ৬৪ লাখ ২৩ হাজার মৃত্যু দেখল বিশ্ব

Covid 19 victims body arrive for funeral service handled by health workers at Kampung Sungai Pusu muslim cemetery. May 22,2021. Picture by Ahmad Zamzahuri

চলমান মহামারি করোনা ভাইরাসের ভয়াল থাবায় বিশ্বজুড়ে দৈনিক মৃত্যুর সংখ্যা ক্রমে বৃদ্ধি পাচ্ছে। একই সঙ্গে আগের দিনের তুলনায় উল্লেখযোগ্য পরিমাণে বেড়েছে নতুন শনাক্ত রোগীর সংখ্যাও। শেষ ২৪ ঘণ্টায় সারা বিশ্বে কোভিড আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন ১৭০০-র অধিক মানুষ। একই সময়ে রোগটিতে নতুন করে সংক্রমিতের সংখ্যা সোয়া ৭ লাখ ছাড়িয়েছে।

এদিকে গত ২৪ ঘণ্টায় বিশ্বজুড়ে সবচেয়ে বেশি সংক্রমণের ঘটনা ঘটেছে জাপানে। অপর দিকে দৈনিক প্রাণহানির তালিকায় শীর্ষে উঠে এসেছে যুক্তরাষ্ট্র। প্রাণ হারানোদের তালিকায় এরপরই রয়েছে যথাক্রমে- ব্রাজিল, ইতালি, জাপান, ফ্রান্স এবং অস্ট্রেলিয়ার নাম। এতে বিশ্বব্যাপী প্রাণঘাতী করোনায় আক্রান্তের সংখ্যা ৫৮ কোটি ৩৬ লাখের ঘর ছাড়িয়েছে। অন্য দিকে মৃতের সংখ্যাও এরই মধ্যে ৬৪ লাখ ২৩ হাজারে পৌঁছে গেছে।

বুধবার (৩ আগস্ট) বাংলাদেশ সময় সকাল ১০টা পর্যন্ত করোনা ভাইরাসে মৃত্যু, আক্রান্ত ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডো মিটারস থেকে পাওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী, গেল এক দিনে সারা বিশ্বে কোভিড আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন এক হাজার ৭২৮ জন। অর্থাৎ আগের দিনের তুলনায় মৃত্যুর সংখ্যা প্রায় পাঁচশ বেড়েছে। এতে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা ৬৪ লাখ ২৩ হাজার ৬৭২ জনে দাঁড়িয়েছে।

নির্ধারিত এই সময়ের মধ্যে প্রাণঘাতী ভাইরাসটিতে নতুন করে সংক্রমিত হয়েছেন সাত লাখ ৩৩ হাজার ৭৩৫ জন। অর্থাৎ আগের দিনের তুলনায় নতুন শনাক্ত রোগীর সংখ্যা দুই লক্ষাধিক বেড়েছে। এতে মহামারির তাণ্ডব শুরুর পর থেকে ভাইরাসটিতে এ পর্যন্ত আক্রান্ত মোট রোগীর সংখ্যা বেড়ে ৫৮ কোটি ৩৬ লাখ ৮৭ হাজার ৭৩৪ জনে পৌঁছেছে।

এদিকে গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় সবচেয়ে বেশি সংক্রমণের ঘটনা ঘটেছে পূর্ব এশিয়ার দেশ জাপানে। একই সময়ে দেশটিতে নতুন করে কোভিড আক্রান্ত হয়েছেন এক লাখ ৬৭ হাজার ৬৭৮ জন। আর মারা গেছেন ১০৯ জন। করোনা মহামারির তাণ্ডব শুরুর পর থেকে দেশটিতে এ পর্যন্ত এক কোটি ২৯ লাখ ১৭ হাজার ৫০০ জন রোগটিতে আক্রান্ত বলে শনাক্ত হয়েছেন। এছাড়া ৩২ হাজার ৬৯৪ জন মারা গেছেন।

অপর দিকে দৈনিক প্রাণ হারানোদের তালিকায় এরই মধ্যে শীর্ষস্থানে উঠে এসেছে যুক্তরাষ্ট্র। গত ২৪ ঘণ্টায় মার্কিন ভূখণ্ডে নতুন করে কোভিড আক্রান্ত হয়েছেন ৬০ হাজার ৬৮৬ জন এবং মারা গেছেন ৩৬৩ জন। করোনা ভাইরাসে সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশটিতে এ পর্যন্ত নয় কোটি ৩৩ লাখ ১৯ হাজার ২২৬ জন আক্রান্ত হয়েছেন। আর মারা গেছেন ১০ লাখ ৫৫ হাজার ৯৭৫ জন।

করোনায় আক্রান্তের দিক থেকে তৃতীয় ও মৃত্যুর সংখ্যায় তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছে ল্যাটিন আমেরিকার দেশ ব্রাজিল। শেষ ২৪ ঘণ্টায় দেশটিতে কোভিড আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন ২৭১ জন। আর নতুন করে রোগটিতে সংক্রমিত হয়েছেন ৩৩ হাজার ৬২৩ জন। অপর দিকে মহামারির তাণ্ডব শুরুর পর থেকে দেশটিতে এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা তিন কোটি ৩৮ লাখ ৯০ হাজার ৪২৮ জনে দাঁড়িয়েছে। এছাড়া মৃত্যু হয়েছে ছয় লাখ ৭৯ হাজার ৬৩ জনের।

ইউরোপীয় দেশ ফ্রান্সে নতুন করে করোনা ভাইরাসে সংক্রমিত হয়েছেন ৫৪ হাজার ৫১৯ জন। এছাড়া মারা গেছেন ১০১ জন। করোনা মহামারির তাণ্ডব শুরুর পর থেকে দেশটিতে এ পর্যন্ত তিন কোটি ৩৯ লাখ ২১ হাজার ৩৪৩ জন রোগটিতে আক্রান্ত বলে শনাক্ত হয়েছেন। এদের মধ্যে মারা গেছেন এক লাখ ৫২ হাজার ২৮০ জন। নির্ধারিত এই সময়ের মধ্যে দক্ষিণ কোরিয়ায় নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন এক লাখ ১১ হাজার ৭০০ জন। আর মৃত্যু হয়েছে ১৬ জনের।

উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে এশিয়ার পরাশক্তি খ্যাত রাষ্ট্র চীনের উহান শহরে প্রথম করোনা ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে। এর আগে একই বছরের ২০ জানুয়ারি বিশ্বজুড়ে জরুরি পরিস্থিতি ঘোষণা করেছিল সংস্থাটি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সর্বাধিক পঠিত

করোনায় ৬৪ লাখ ২৩ হাজার মৃত্যু দেখল বিশ্ব

প্রকাশিত সময় : ১০:৫৪:২২ পূর্বাহ্ন, বুধবার, ৩ অগাস্ট ২০২২

চলমান মহামারি করোনা ভাইরাসের ভয়াল থাবায় বিশ্বজুড়ে দৈনিক মৃত্যুর সংখ্যা ক্রমে বৃদ্ধি পাচ্ছে। একই সঙ্গে আগের দিনের তুলনায় উল্লেখযোগ্য পরিমাণে বেড়েছে নতুন শনাক্ত রোগীর সংখ্যাও। শেষ ২৪ ঘণ্টায় সারা বিশ্বে কোভিড আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন ১৭০০-র অধিক মানুষ। একই সময়ে রোগটিতে নতুন করে সংক্রমিতের সংখ্যা সোয়া ৭ লাখ ছাড়িয়েছে।

এদিকে গত ২৪ ঘণ্টায় বিশ্বজুড়ে সবচেয়ে বেশি সংক্রমণের ঘটনা ঘটেছে জাপানে। অপর দিকে দৈনিক প্রাণহানির তালিকায় শীর্ষে উঠে এসেছে যুক্তরাষ্ট্র। প্রাণ হারানোদের তালিকায় এরপরই রয়েছে যথাক্রমে- ব্রাজিল, ইতালি, জাপান, ফ্রান্স এবং অস্ট্রেলিয়ার নাম। এতে বিশ্বব্যাপী প্রাণঘাতী করোনায় আক্রান্তের সংখ্যা ৫৮ কোটি ৩৬ লাখের ঘর ছাড়িয়েছে। অন্য দিকে মৃতের সংখ্যাও এরই মধ্যে ৬৪ লাখ ২৩ হাজারে পৌঁছে গেছে।

বুধবার (৩ আগস্ট) বাংলাদেশ সময় সকাল ১০টা পর্যন্ত করোনা ভাইরাসে মৃত্যু, আক্রান্ত ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডো মিটারস থেকে পাওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী, গেল এক দিনে সারা বিশ্বে কোভিড আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন এক হাজার ৭২৮ জন। অর্থাৎ আগের দিনের তুলনায় মৃত্যুর সংখ্যা প্রায় পাঁচশ বেড়েছে। এতে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা ৬৪ লাখ ২৩ হাজার ৬৭২ জনে দাঁড়িয়েছে।

নির্ধারিত এই সময়ের মধ্যে প্রাণঘাতী ভাইরাসটিতে নতুন করে সংক্রমিত হয়েছেন সাত লাখ ৩৩ হাজার ৭৩৫ জন। অর্থাৎ আগের দিনের তুলনায় নতুন শনাক্ত রোগীর সংখ্যা দুই লক্ষাধিক বেড়েছে। এতে মহামারির তাণ্ডব শুরুর পর থেকে ভাইরাসটিতে এ পর্যন্ত আক্রান্ত মোট রোগীর সংখ্যা বেড়ে ৫৮ কোটি ৩৬ লাখ ৮৭ হাজার ৭৩৪ জনে পৌঁছেছে।

এদিকে গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় সবচেয়ে বেশি সংক্রমণের ঘটনা ঘটেছে পূর্ব এশিয়ার দেশ জাপানে। একই সময়ে দেশটিতে নতুন করে কোভিড আক্রান্ত হয়েছেন এক লাখ ৬৭ হাজার ৬৭৮ জন। আর মারা গেছেন ১০৯ জন। করোনা মহামারির তাণ্ডব শুরুর পর থেকে দেশটিতে এ পর্যন্ত এক কোটি ২৯ লাখ ১৭ হাজার ৫০০ জন রোগটিতে আক্রান্ত বলে শনাক্ত হয়েছেন। এছাড়া ৩২ হাজার ৬৯৪ জন মারা গেছেন।

অপর দিকে দৈনিক প্রাণ হারানোদের তালিকায় এরই মধ্যে শীর্ষস্থানে উঠে এসেছে যুক্তরাষ্ট্র। গত ২৪ ঘণ্টায় মার্কিন ভূখণ্ডে নতুন করে কোভিড আক্রান্ত হয়েছেন ৬০ হাজার ৬৮৬ জন এবং মারা গেছেন ৩৬৩ জন। করোনা ভাইরাসে সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশটিতে এ পর্যন্ত নয় কোটি ৩৩ লাখ ১৯ হাজার ২২৬ জন আক্রান্ত হয়েছেন। আর মারা গেছেন ১০ লাখ ৫৫ হাজার ৯৭৫ জন।

করোনায় আক্রান্তের দিক থেকে তৃতীয় ও মৃত্যুর সংখ্যায় তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছে ল্যাটিন আমেরিকার দেশ ব্রাজিল। শেষ ২৪ ঘণ্টায় দেশটিতে কোভিড আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন ২৭১ জন। আর নতুন করে রোগটিতে সংক্রমিত হয়েছেন ৩৩ হাজার ৬২৩ জন। অপর দিকে মহামারির তাণ্ডব শুরুর পর থেকে দেশটিতে এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা তিন কোটি ৩৮ লাখ ৯০ হাজার ৪২৮ জনে দাঁড়িয়েছে। এছাড়া মৃত্যু হয়েছে ছয় লাখ ৭৯ হাজার ৬৩ জনের।

ইউরোপীয় দেশ ফ্রান্সে নতুন করে করোনা ভাইরাসে সংক্রমিত হয়েছেন ৫৪ হাজার ৫১৯ জন। এছাড়া মারা গেছেন ১০১ জন। করোনা মহামারির তাণ্ডব শুরুর পর থেকে দেশটিতে এ পর্যন্ত তিন কোটি ৩৯ লাখ ২১ হাজার ৩৪৩ জন রোগটিতে আক্রান্ত বলে শনাক্ত হয়েছেন। এদের মধ্যে মারা গেছেন এক লাখ ৫২ হাজার ২৮০ জন। নির্ধারিত এই সময়ের মধ্যে দক্ষিণ কোরিয়ায় নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন এক লাখ ১১ হাজার ৭০০ জন। আর মৃত্যু হয়েছে ১৬ জনের।

উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে এশিয়ার পরাশক্তি খ্যাত রাষ্ট্র চীনের উহান শহরে প্রথম করোনা ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে। এর আগে একই বছরের ২০ জানুয়ারি বিশ্বজুড়ে জরুরি পরিস্থিতি ঘোষণা করেছিল সংস্থাটি।