রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫, ৭ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

পাথরঘাটায় যুবদলের মিছিলে ছাত্রলীগের হামলা, আহত ১২

লোডশেডিং, নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের লাগামহীন মূল্যবৃদ্ধি, খালেদা জিয়ার মুক্তি দাবিসহ ভোলায় বিএনপির দুই নেতাকে হত্যার ঘটনায় বরগুনার পাথরঘাটায উপজেলায় বাংলাদেশের জাতীয়তাবাদী যুবদলের শান্তিপূর্ণ মিছিল শেষে দলীয় কার্যালয় পথসভা করার সময় অতর্কিত হামলা চালায় উপজেলা ছাত্রলীগ।

বৃহস্পতিবার (৪ আগস্ট) বেলা ১১টার দিকে পাথরঘাটা থানা সংলগ্ন উপজেলা বিএনপি কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। এতে যুবদলের ১২ নেতাকর্মী আহত হয়েছেন।

আহতরা হলেন- আবুবকর সিদ্দিক মেছাল, সোহেল পহলান, গিয়াস মাহমুদ, সোয়ানুর রহমান সোহাগ, মামুন আহমেদ, রিয়াজ, সজল, বায়জিদ বোস্তামী, জসিম, ফোরকান, খাইরুল শরীফ, নান্টু মিয়া।

উপজেলা যুবদলের নেতা আবুবকর ছিদ্দিক মেছাল বলেন, দেশব্যাপী কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আমরাও পাথরঘাটায় শান্তিপূর্ণ কর্মসূচি পালন করি। এতে কোন ধরনের উস্কানি ছাড়াই আমাদের ওপর ছাত্রলীগের নেতাকর্মীরা হামলা চালায়।

এদিকে, উপজেলা ছাত্রলীগের সভাপতি ওয়ালিদ মক্কী বলেন, শহরের শান্তিশৃঙ্খলা বজায় রাখতে যুবদলের মিছিলকারীদের দলীয় কার্যালয়ের ভেতর ঢুকে সমাবেশ করতে বলা হয়। কিন্তু তারা ভেতরে যেতে না চাইলে হাতাহাতির ঘটনা ঘটে।

অপরদিকে, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আহমদ সুজন বলেন, প্রধানমন্ত্রীর সম্পর্কে কটূক্তিমূলক বক্তব্য দেয়ায় বাধা দিয়েছি আমরা।

ঘটনা প্রসঙ্গে পাথরঘাটা থানার উপ-পরিদর্শক (এসআই) শহিদুল ইসলাম বলেন, ঘটনার সময় উভয় পক্ষকে ছত্রভঙ্গ করে দেয়া হয়েছে। শান্তিশৃঙ্খলা বজায় রাখতে শহরের অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সর্বাধিক পঠিত

পাথরঘাটায় যুবদলের মিছিলে ছাত্রলীগের হামলা, আহত ১২

প্রকাশিত সময় : ০৩:২৪:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ অগাস্ট ২০২২

লোডশেডিং, নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের লাগামহীন মূল্যবৃদ্ধি, খালেদা জিয়ার মুক্তি দাবিসহ ভোলায় বিএনপির দুই নেতাকে হত্যার ঘটনায় বরগুনার পাথরঘাটায উপজেলায় বাংলাদেশের জাতীয়তাবাদী যুবদলের শান্তিপূর্ণ মিছিল শেষে দলীয় কার্যালয় পথসভা করার সময় অতর্কিত হামলা চালায় উপজেলা ছাত্রলীগ।

বৃহস্পতিবার (৪ আগস্ট) বেলা ১১টার দিকে পাথরঘাটা থানা সংলগ্ন উপজেলা বিএনপি কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। এতে যুবদলের ১২ নেতাকর্মী আহত হয়েছেন।

আহতরা হলেন- আবুবকর সিদ্দিক মেছাল, সোহেল পহলান, গিয়াস মাহমুদ, সোয়ানুর রহমান সোহাগ, মামুন আহমেদ, রিয়াজ, সজল, বায়জিদ বোস্তামী, জসিম, ফোরকান, খাইরুল শরীফ, নান্টু মিয়া।

উপজেলা যুবদলের নেতা আবুবকর ছিদ্দিক মেছাল বলেন, দেশব্যাপী কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আমরাও পাথরঘাটায় শান্তিপূর্ণ কর্মসূচি পালন করি। এতে কোন ধরনের উস্কানি ছাড়াই আমাদের ওপর ছাত্রলীগের নেতাকর্মীরা হামলা চালায়।

এদিকে, উপজেলা ছাত্রলীগের সভাপতি ওয়ালিদ মক্কী বলেন, শহরের শান্তিশৃঙ্খলা বজায় রাখতে যুবদলের মিছিলকারীদের দলীয় কার্যালয়ের ভেতর ঢুকে সমাবেশ করতে বলা হয়। কিন্তু তারা ভেতরে যেতে না চাইলে হাতাহাতির ঘটনা ঘটে।

অপরদিকে, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আহমদ সুজন বলেন, প্রধানমন্ত্রীর সম্পর্কে কটূক্তিমূলক বক্তব্য দেয়ায় বাধা দিয়েছি আমরা।

ঘটনা প্রসঙ্গে পাথরঘাটা থানার উপ-পরিদর্শক (এসআই) শহিদুল ইসলাম বলেন, ঘটনার সময় উভয় পক্ষকে ছত্রভঙ্গ করে দেয়া হয়েছে। শান্তিশৃঙ্খলা বজায় রাখতে শহরের অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।