ঢাকার আশুলিয়ায় একটি কার্টুন তৈরি গার্মেন্টস ফ্যাক্টরির গোডাউনসহ বসতবাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনার কাজ করছেন।
শনিবার (৬ আগস্ট) বিকাল ৪টার দিকে আশুলিয়ার টংগাবাড়ী এলাকার গ্রিন লাইন লিমিটেড নামে পোশাক কারখানার একটি কার্টুনের গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, এদিন বিকাল আনুমানিক ৪টার দিকে ওই কারখানার ভেতর থেকে ধোয়ার কুণ্ডলী দেখতে পেয়ে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। ততক্ষণে পুরো গোডাউনে আগুন ছড়িয়ে পড়ে পাশা থাকা বসতবাড়িতে আগুন ছড়াতে শুরু করে। প্রাথমিকভাবে কারখানার কর্মীসহ স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন।
এ ব্যাপারে ডিইপিজেড ফায়ার সার্ভিসের ডিউটিরত ফায়ারম্যান কাওসার বলেন, বিকাল ৪টার দিকে মেসেজ পেয়েছি। টংগাবাড়ি গ্রিন লাইন কারখানার কার্টুনের গোডাউনে আগুন লেগেছে। মেসেজ পাওয়ার সাথে সাথেই আমাদের তিনটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশ্যে বের হয়ে যায়। বর্তমানে তারা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছেন। ঘটনাস্থলে সিনিয়র স্টেশন অফিসার জহিরুল ইসলাম আছেন।
এ বিষয়ে ডিইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার জহিরুল ইসলামের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।

দৈনিক দেশ নিউজ ডটকম ডেস্ক 




















