নওগাঁয় প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে সেতুর সঙ্গে ধাক্কা লেগে এক দম্পতি নিহত হয়েছেন।
শনিবার (১৩ আগস্ট) দুপুর ২টার দিকে নওগাঁ-রাজশাহী মহাসড়কের নওহাটা ফয়েজ উদ্দিন কোল্ড স্টোরেজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, নওগাঁ জেলার মান্দা উপজেলার কুলিহার গ্রামের শিমুল (৩২) এবং তার স্ত্রী টুকটুকি(২৮)।
পুলিশ এবং স্থানীয় সূত্র জানায়, নিহত দম্পতি তাদের গ্রামের বাড়ি মান্দার কুলিহার থেকে প্রাইভেটকার যোগে নওগাঁ যাচ্ছিলেন। নওগাঁ-রাজশাহী মহাসড়কের নওহাটা ফয়েজ উদ্দিন কোল্ড স্টোরেজ এলাকায় চালক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার সেতুর সাথে ধাক্কা লাগলে এটি দুমড়ে মুচড়ে যায়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে নওহাটা ফাঁরির এসআই জিয়াউর রহমান জানান,ঘটনাস্থল থেকে গুরুতর আহত অবস্থায় দু’জনকে উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করায় স্থানীয়রা। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন।
তিনি আরও বলেন, লাশ ময়না তদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্তের পর বিধি মোতাবেক লাশ তাদের পরিবারের নিকট হস্তান্তর করা হবে।

দৈনিক দেশ নিউজ ডটকম ডেস্ক 

























