বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ৩ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

চকবাজারে আগুন: ৬ জনের মরদেহ উদ্ধার

রাজধানীর চকবাজারে আগুনের ঘটনায় ছয় জনের মৃত্যু হয়েছে। তাদের মরদেহ উদ্ধার করে মির্ডফোর্ট হাসপাতালে পাঠানো হয়েছে। ময়না তদন্ত শেষ হওয়ার পর স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।

সোমবার (১৫ আগস্ট) ফায়ার সার্ভিস পরিদর্শক মো. আনোয়ার এ তথ্য রাইজিংবিডিকে নিশ্চিত করেছেন। তিনি জানান, দোতলায় ৬ জনের মরদেহ পাওয়া গেছে। মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে। পুরো বিল্ডিংয়ে আমরা তল্লাশি চালাচ্ছি। নিহত ছয় জনের মধ্যে ৪ জনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন- মো. শরিফ (১৫), মো. বিল্লাল (৩৫), মো. স্বপন (২২), মো. ওসমান (২৫)। অপর দুজনের পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি।

জানা গেছে, ছয় জনের মধ্যে ৫ জনের শরীর এমনভাবে পুড়েছে, তাদের চেহারা চেনার উপায় নেই। মরদেহের হাড় বেরিয়ে গেছে। একজনের চেহারা দেখলে একটু বোঝা যায়। দেহগুলো দেখে প্রাথমিকভাবে ফায়ার সার্ভিসের কর্মকর্তারা মনে করছেন, তারা ঘুমন্ত অবস্থায় ছিলেন। আগুনের শুরুর দিকে তারা মারা যেতে পারেন। 

এদিকে নিহতদের মরদেহ শনাক্ত করতে স্যার সলিমুল্লাহ মেডিক‌্যাল কলেজ হাসপাতাল (মিটফোর্ড) মর্গে নেওয়া হয়েছে। ডিএনএ পরীক্ষায় নিশ্চিত হওয়ার পর মরদেহগুলো হস্তান্তর করা হবে। এজন্য পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) একটি দল ইতোমধ্যে কাজও শুরু করেছে। তারা নিহত এবং নিখোঁজের সন্ধান চাওয়া স্বজনদের নমুনা সংগ্রহ  করে মরদেহ শনাক্ত করবেন।

এদিকে সোমবার দুপুর ১২টার দিকে চকবাজারের কামালবাগের দেবিদ্বার ঘাটের কাছে ওই প্লাস্টিক কারখানায় আগুন লাগে। ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট দুই ঘণ্টার বেশি সময় ধরে চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সর্বাধিক পঠিত

চকবাজারে আগুন: ৬ জনের মরদেহ উদ্ধার

প্রকাশিত সময় : ১১:০৬:০৫ অপরাহ্ন, সোমবার, ১৫ অগাস্ট ২০২২

রাজধানীর চকবাজারে আগুনের ঘটনায় ছয় জনের মৃত্যু হয়েছে। তাদের মরদেহ উদ্ধার করে মির্ডফোর্ট হাসপাতালে পাঠানো হয়েছে। ময়না তদন্ত শেষ হওয়ার পর স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।

সোমবার (১৫ আগস্ট) ফায়ার সার্ভিস পরিদর্শক মো. আনোয়ার এ তথ্য রাইজিংবিডিকে নিশ্চিত করেছেন। তিনি জানান, দোতলায় ৬ জনের মরদেহ পাওয়া গেছে। মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে। পুরো বিল্ডিংয়ে আমরা তল্লাশি চালাচ্ছি। নিহত ছয় জনের মধ্যে ৪ জনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন- মো. শরিফ (১৫), মো. বিল্লাল (৩৫), মো. স্বপন (২২), মো. ওসমান (২৫)। অপর দুজনের পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি।

জানা গেছে, ছয় জনের মধ্যে ৫ জনের শরীর এমনভাবে পুড়েছে, তাদের চেহারা চেনার উপায় নেই। মরদেহের হাড় বেরিয়ে গেছে। একজনের চেহারা দেখলে একটু বোঝা যায়। দেহগুলো দেখে প্রাথমিকভাবে ফায়ার সার্ভিসের কর্মকর্তারা মনে করছেন, তারা ঘুমন্ত অবস্থায় ছিলেন। আগুনের শুরুর দিকে তারা মারা যেতে পারেন। 

এদিকে নিহতদের মরদেহ শনাক্ত করতে স্যার সলিমুল্লাহ মেডিক‌্যাল কলেজ হাসপাতাল (মিটফোর্ড) মর্গে নেওয়া হয়েছে। ডিএনএ পরীক্ষায় নিশ্চিত হওয়ার পর মরদেহগুলো হস্তান্তর করা হবে। এজন্য পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) একটি দল ইতোমধ্যে কাজও শুরু করেছে। তারা নিহত এবং নিখোঁজের সন্ধান চাওয়া স্বজনদের নমুনা সংগ্রহ  করে মরদেহ শনাক্ত করবেন।

এদিকে সোমবার দুপুর ১২টার দিকে চকবাজারের কামালবাগের দেবিদ্বার ঘাটের কাছে ওই প্লাস্টিক কারখানায় আগুন লাগে। ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট দুই ঘণ্টার বেশি সময় ধরে চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।