জাতীয় শোক দিবস ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাত বার্ষিকীতে শ্রদ্ধা জানিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় রিপোটার্স ইউনিটি (রুরু)। বুধবার (১৫ আগস্ট) সকালে বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জানান সংগঠনটির সংবাদকর্মীরা।
এর আগে রিপোর্টার্স ইউনিটির নিজস্ব কার্যালয় রাকসু ভবনের সামনে থেকে একটি শোক র্যালি বের করেন তারা। র্যালির মাধ্যমে ক্যাম্পাসের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন সংবাদকর্মীরা।
পুষ্পস্তবক অর্পণ শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে সংগঠনটির যুগ্ম-সাধারণ সম্পাদক রাজু আহম্মেদ পরাণের সঞ্চালনায় বক্তব্য দেন সাধারণ সম্পাদক ওয়াসিফ রিয়াদ। এসময় বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের শহীদ সদস্যদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়।
সংক্ষিপ্ত সমাবেশে ওয়াসিফ রিয়াদ বলেন, আজ সেই ভয়াল দিন। যেদিন স্বাধীন বাংলাদেশের রূপকার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্বপরিবারে হত্যা করা হয়। বঙ্গবন্ধু স্বপ্ন দেখেছিলেন একটি সোনার বাংলাদেশ গড়ার। বর্তমানে বঙ্গবন্ধু নেই। সেই স্বপ্ন পূরণের দায়িত্ব এখন আমাদের উপরে বর্তায়।
তিনি বলেন, একজন সংবাদকর্মী হিসেবে আমাদের দায়িত্ব হলো বঙ্গবন্ধুর সেই স্বপ্নের সোনার বাংলা গড়ার জন্য সমাজের অন্যায়, অনিয়ম, দুর্নীতি এবং অবিচারের চিত্রগুলো আমাদের লেখনীর মাধ্যমে তুলে ধরা। যেদিন থেকে এদেশে দূর্নীতি চিরতরে বিদায় নেবে, সেদিন থেকেই এদেশ হয়ে উঠবে বঙ্গবন্ধুর সেই স্বপ্নের সোনার বাংলা।
এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনটির সাংগঠনিক সম্পাদক এম এ জাহাঙ্গীর, অর্থ সম্পাদক আসিফ আহমেদ দিগন্ত, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক শাহিনুর খালিদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক লাবু হক, পরিকল্পনা ও কর্মসূচি বিষয়ক সম্পাদক ফাহিম আহমেদ, অভ্যর্থনা ও সাংস্কৃতিক সম্পাদক মারজিয়া আকতারসহ সংগঠনটির অন্যান্য সদস্যরা।

রাবি প্রতিনিধি 























