সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিলাসবহুল বাড়ি থেকে উদ্ধার হওয়া নথি ঘিরে রহস্য বাড়ছে। গোয়েন্দাদের উদ্ধার করা ৪৩টি ফোল্ডার ‘গোপনীয়’ হিসেবে চিহ্নিত থাকলেও সেগুলোতে কোনো নথি ছিল না। নথি হারিয়েছে, নাকি গায়েব করা হয়েছে, তা নিয়ে এখন জল্পনা শুরু হয়েছে।
ফ্লোরিডার ওয়েস্ট পাম বিচে বিচারক অ্যালিন ক্যাননের আদালতে শুক্রবার এ সংক্রান্ত নথি প্রকাশ করা হয়।
গত ৮ আগস্ট ট্রাম্পের বাগানবাড়ি মার-এ-লাগো থেকে সরকারি নথিপত্র উদ্ধার করে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা (এফবিআই)।
ওই দিন এফবিআইয়ের অভিযানে নানা শ্রেণির প্রায় ৭১টি খালি ফোল্ডার জব্দ করা হয়, যা এখন গোয়েন্দাদের তদন্তের অন্যতম বিষয়বস্তু হয়ে দাঁড়িয়েছে। এর মধ্যে ৪৩টিই ছিল ‘গোপনীয়’ হিসেবে ছাপ মারা।
এফবিআইয়ের আদালতে উপস্থাপিত নথির বিবরণের ভিত্তিতে বলা হয়, মোট দেড় হাজার নথি ও ফোল্ডার ‘গোপনীয়’ হিসেবে শ্রেণিবদ্ধ করা থাকলেও সেগুলো ছিল ফাঁকা।
খবরে বলা হয়, এফবিআইয়ের তালিকাভুক্ত ১৮টি ‘সর্বোচ্চ গোপনীয়’ নথির সাতটি ট্রাম্পের অফিসকক্ষে পাওয়া যায়। ‘গোপনীয়’ হিসেবে চিহ্নিত ৫৪ নথির ১৭টিও তার অফিসেই ছিল। এছাড়া আদালতে উপস্থাপিত আগের তথ্যে দেখা যায়, অনেক নথিপত্র কাপড়, সংবাদপত্র ও বইপত্রের সঙ্গে ছড়ানো-ছিটানো অবস্থায় ছিল।
তদন্তকারীদের তথ্যের ভিত্তিতে শুক্রবার আদালত জানান, ট্রাম্পের বাড়ি থেকে ৩৩টি বাক্সে গুরুত্বপূর্ণ নথি, ছবিসহ অন্যান্য জিনিস জব্দ করা হয়েছে। সব মিলিয়ে ১১ হাজারেরও বেশি সরকারি নথিপত্র ট্রাম্পের বাড়ি থেকে জব্দ করা হয়, যেগুলোর মধ্যে ১৮টি ‘সর্বোচ্চ গোপনীয়’ (টপ সিক্রেট), ৫৪টি ‘গোপন’ (সিক্রেট) এবং ৩১টি ‘গোপন’ (কনফিডেনশিয়াল)।
নিয়ম অনুযায়ী, মার্কিন প্রেসিডেন্টের দায়িত্ব হচ্ছে গুরুত্বপূর্ণ সরকারি নথি ও সব ই-মেইল দেশের জাতীয় আর্কাইভে হস্তান্তর করা। কিন্তু ডোনাল্ড ট্রাম্প সেই বিধান অনুসরণ করেননি।
এ অবস্থায় মার্কিন বিচার বিভাগ খতিয়ে দেখছে, গত বছর জানুয়ারিতে ক্ষমতা ছাড়ার পর ট্রাম্প নথিগুলো হোয়াইট হাউস থেকে কেন নিজের বাড়িতে নিয়ে গেছেন। সেই সঙ্গে সরকারপক্ষের কৌঁসুলিরা অভিযোগ করছেন, তদন্ত বাধাগ্রস্ত করতে ট্রাম্প ‘সম্ভবত নথি গোপন করেছেন অথবা গায়েব করেছেন। ‘
এ বিষয়ে ট্রাম্পের আইনজীবী অভিযোগ অস্বীকার করে বলেছেন, যেসব নথি ছিল সেগুলো মার-এ-লাগোতে ‘সংরক্ষিত কক্ষে’ নিশ্চিতভাবে নিরাপদে রাখা ছিল।
সূত্রঃ কালের কণ্ঠ

আন্তর্জাতিক ডেস্ক /দৈনিক দেশ নিউজ ডটকম 
























