কয়েকদিনের ভারী বৃষ্টিতে রাজশাহ বিশ্ববিদ্যালয়ের (রাবি) জলাশয় ও নিচু জমিগুলো পানিতে কানায় কানায় পরিপূর্ণ। ফলে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল ও রাস্তাঘাটসহ ক্যাম্পাসের বিভিন্ন স্থানে ক্রমেই বেড়ে চলেছে বিষাক্ত সাপের উপদ্রব। এতে আতঙ্কে রয়েছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
শিক্ষার্থীরা বলছেন, টানা বৃষ্টিতে ক্যাম্পাসের ঝোঁপঝাড় পানিতে ভরে গেছে। ফলে বিভিন্ন ধরনের বিষাক্ত সাপের উপদ্রব বেড়েছে। আবাসিক হলগুলোর নিচতলার কক্ষগুলো বেশি অনিরাপদ হয়ে উঠেছে। এছাড়া রাস্তা-ঘাটেও চলাচল করা ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। এজন্য সবাইকে আতঙ্কের মধ্যে দিন কাটাতে হচ্ছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন এ বিষয়ে দ্রুত পদক্ষেপ না নিলে যে কোনো সময় সাপের কামড়ে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। তাই সাপের উপদ্রব কমাতে এ বিষয়ে প্রশাসনকে দ্রুত ব্যবস্থা গ্রহণ করার দাবিও জানান তারা। ক্যাম্পাস ঘুরে দেখা যায়, বিশ্ববিদ্যালয়ের আবাসিক এলাকাসহ ক্যাম্পাসের বিভিন্ন স্থান ঝোঁপঝাড়ে পূর্ণ হয়ে আছে। এছাড়া কিছুদিন ধরে ভারী বৃষ্টি হওয়ায় জলাশয় ও ড্রেন পূর্ণ হয়ে গেছে। এসব কারণে বিষধর সাপ ঝোঁপঝাড় ও জলাশয় থেকে বেরিয়ে আসছে প্রতিনিয়ত

রাজশাহী প্রতিনিধি: 
























