রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫, ৭ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

রাবির আবাসিক হলসমুহে ইন্টারনেটের গতি বৃদ্ধির দাবীতে তরুণদের সম্মিলিত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলসমূহে রাউটারের সংখ্যা বৃদ্ধি ও ইন্টারনেটের গতি বৃদ্ধির জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের দাবীতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ ও ছাত্রদলের তরুণ রাজনীতিকবৃন্দ

আজ ১৪ সেপ্টেম্বর ২০২২ তারিখে রাজশাহী মহানগরীর রাজশাহী ইন রেসিডেনশিয়াল হোটেলে ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের রাজনৈতিক ফেলো রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ রুনু এবং বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সুলতান আহমেদ রাহী যৌথ উদ্যোগে এক সংবাদ সম্মেলনের আয়োজন করেন।

সংবাদ সম্মেলনে দুই দলের তরুণ রাজনিতিকবৃন্দ এক লিখিত বক্তব্যে বলেন, আমরা সকলেই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। আপনারা জানেন, রাজশাহী শিক্ষার আলোয় সমৃদ্ধ একটি নগরী। তথ্য প্রযুক্তি বর্তমান বিশ্বের সকল উন্নয়ন কর্মকাণ্ডের মূল হাতিয়ার। জ্ঞান, বিজ্ঞান ও প্রযুক্তিতে বিশ্ব পরিমণ্ডলে শিক্ষার্থী হিসেবে নিজেদের অবস্থা সুদৃঢ় করতে আমাদের তৈরি হতে হবে।

বিশ্ববিদ্যালয়ও এর বাইরে নয় কিন্তু অত্যন্ত দুঃখের সাথে আমরা লক্ষ্য করছি যে, বিশ্ববিদ্যালয়ের হল আবাসিক হলগুলোতে পর্যাপ্ত পরিমাণে রাউটার নেই এবং ইন্টারনেটের গতিও বেশ দুর্বল যার কারণে সাধারণ শিক্ষাথীরা তাদের ইন্টারনেট ভিত্তিক পড়াশোনা বা গবেষণার ক্ষেত্রে প্রকট সমস্যার সম্মুখীন হচ্ছেন।

এরকম পরিস্থিতিতে আমাদের হলগুলোর রাউটারের সংখ্যা বৃদ্ধি এবং ইন্টারনেটের গতি বৃদ্ধির জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে আমরা ভিন্ন ভিন্ন দুটি রাজনৈতিক দলের দুইজন প্রতিনিধি হলের প্রায় ১০০ জন শিক্ষাথীর স্বাক্ষর সম্বলিত একটি পিটিশন গত ৩০ আগস্ট ২০২২ তারিখে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কাছে হস্তান্তর করি।

মাননীয় উপাচার্য শিক্ষাথীদের এই জরুরি দাবির প্রতি সম্মান দেখিয়ে হলগুলোতে রাউটার এবং ইন্টারনেট গতি বৃদ্ধির জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ প্রদান করেছেন এবং আশার কথা কয়েকটি আবাসিক হল তা বাস্তবায়নও করছে।

এই সংবাদ সম্মেলনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন লেজলী রির্চাড, ডেপুটি চিফ অফ পার্টি, ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল, এছাড়াও উপস্থিত ছিলেন মো: ওয়ালিউল হক রানা, যুগ্ম আহবায়ক, বিএনপি, বাংলাদেশ আওয়ামী লীগ ও সদস্য রাজশাহী জেলা আওয়ামী লীগ, আসমা আক্তার, আঞ্চলিক ব্যবস্থাপক, ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল, রাজশাহী, জুনায়েদ মুফরাদ মৌসুম, প্রোগাম এসোসিয়েট, ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল, ঢাকা; এবং রায়হান আলী, প্রোগ্রাম অ্যাসিস্ট্যান্ট, ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল, রাজশাহী। অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল বাংলাদেশের গনতন্ত্র ও নারীর ক্ষমতায়ন, উন্নয়ন নিয়ে কাজ করছে।

সেই ধারাবাহিকতা রাজশাহী বিশ্ববিদ্যায়ে আমাদের দুইজন তরুণ ফেলো কাজ করেছে। সাধারণ শিক্ষার্থী ও শিক্ষাঙ্গনে সুন্দর পরিবেশের জন্য এই কাজ অব্যাহত থাকবে। রাজশাহীতে আগামীতে সহনশীল রাজনৈতিক পরিবেশ বজায় থাকবে এবং তরুনরা রাজনীতিতে আরো গুরুত্বপুর্ন ভূমিকা পালন করবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সর্বাধিক পঠিত

রাবির আবাসিক হলসমুহে ইন্টারনেটের গতি বৃদ্ধির দাবীতে তরুণদের সম্মিলিত

প্রকাশিত সময় : ১১:২৪:৫৩ অপরাহ্ন, বুধবার, ১৪ সেপ্টেম্বর ২০২২

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলসমূহে রাউটারের সংখ্যা বৃদ্ধি ও ইন্টারনেটের গতি বৃদ্ধির জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের দাবীতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ ও ছাত্রদলের তরুণ রাজনীতিকবৃন্দ

আজ ১৪ সেপ্টেম্বর ২০২২ তারিখে রাজশাহী মহানগরীর রাজশাহী ইন রেসিডেনশিয়াল হোটেলে ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের রাজনৈতিক ফেলো রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ রুনু এবং বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সুলতান আহমেদ রাহী যৌথ উদ্যোগে এক সংবাদ সম্মেলনের আয়োজন করেন।

সংবাদ সম্মেলনে দুই দলের তরুণ রাজনিতিকবৃন্দ এক লিখিত বক্তব্যে বলেন, আমরা সকলেই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। আপনারা জানেন, রাজশাহী শিক্ষার আলোয় সমৃদ্ধ একটি নগরী। তথ্য প্রযুক্তি বর্তমান বিশ্বের সকল উন্নয়ন কর্মকাণ্ডের মূল হাতিয়ার। জ্ঞান, বিজ্ঞান ও প্রযুক্তিতে বিশ্ব পরিমণ্ডলে শিক্ষার্থী হিসেবে নিজেদের অবস্থা সুদৃঢ় করতে আমাদের তৈরি হতে হবে।

বিশ্ববিদ্যালয়ও এর বাইরে নয় কিন্তু অত্যন্ত দুঃখের সাথে আমরা লক্ষ্য করছি যে, বিশ্ববিদ্যালয়ের হল আবাসিক হলগুলোতে পর্যাপ্ত পরিমাণে রাউটার নেই এবং ইন্টারনেটের গতিও বেশ দুর্বল যার কারণে সাধারণ শিক্ষাথীরা তাদের ইন্টারনেট ভিত্তিক পড়াশোনা বা গবেষণার ক্ষেত্রে প্রকট সমস্যার সম্মুখীন হচ্ছেন।

এরকম পরিস্থিতিতে আমাদের হলগুলোর রাউটারের সংখ্যা বৃদ্ধি এবং ইন্টারনেটের গতি বৃদ্ধির জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে আমরা ভিন্ন ভিন্ন দুটি রাজনৈতিক দলের দুইজন প্রতিনিধি হলের প্রায় ১০০ জন শিক্ষাথীর স্বাক্ষর সম্বলিত একটি পিটিশন গত ৩০ আগস্ট ২০২২ তারিখে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কাছে হস্তান্তর করি।

মাননীয় উপাচার্য শিক্ষাথীদের এই জরুরি দাবির প্রতি সম্মান দেখিয়ে হলগুলোতে রাউটার এবং ইন্টারনেট গতি বৃদ্ধির জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ প্রদান করেছেন এবং আশার কথা কয়েকটি আবাসিক হল তা বাস্তবায়নও করছে।

এই সংবাদ সম্মেলনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন লেজলী রির্চাড, ডেপুটি চিফ অফ পার্টি, ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল, এছাড়াও উপস্থিত ছিলেন মো: ওয়ালিউল হক রানা, যুগ্ম আহবায়ক, বিএনপি, বাংলাদেশ আওয়ামী লীগ ও সদস্য রাজশাহী জেলা আওয়ামী লীগ, আসমা আক্তার, আঞ্চলিক ব্যবস্থাপক, ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল, রাজশাহী, জুনায়েদ মুফরাদ মৌসুম, প্রোগাম এসোসিয়েট, ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল, ঢাকা; এবং রায়হান আলী, প্রোগ্রাম অ্যাসিস্ট্যান্ট, ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল, রাজশাহী। অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল বাংলাদেশের গনতন্ত্র ও নারীর ক্ষমতায়ন, উন্নয়ন নিয়ে কাজ করছে।

সেই ধারাবাহিকতা রাজশাহী বিশ্ববিদ্যায়ে আমাদের দুইজন তরুণ ফেলো কাজ করেছে। সাধারণ শিক্ষার্থী ও শিক্ষাঙ্গনে সুন্দর পরিবেশের জন্য এই কাজ অব্যাহত থাকবে। রাজশাহীতে আগামীতে সহনশীল রাজনৈতিক পরিবেশ বজায় থাকবে এবং তরুনরা রাজনীতিতে আরো গুরুত্বপুর্ন ভূমিকা পালন করবে।