সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫, ৭ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

সবই ওপর ওয়ালার ইচ্ছা, ইনশাআল্লাহ এবার প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হচ্ছি: পররাষ্ট্রমন্ত্রী

সাম্প্রতিক সময়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফরসঙ্গী হিসেবে নয়াদিল্লি যেতে না পারায় ব্যাপক সমালোচনার মুখে পড়েন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। তবে এবার শেখ হাসিনার সফরসঙ্গী হয়েছেন তিনি, যাবেন যুক্তরাজ্য, নিউইয়র্ক ও ওয়াশিংটন ডিসিতে। বুধবার (১৪ সেপ্টেম্বর) জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৭তম অধিবেশনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার যোগদান নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন মন্ত্রী নিজেই।

এবার প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হচ্ছেন কি না, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে আব্দুল মোমেন জানান, ইনশাআল্লাহ যাচ্ছি। সবই ওপর ওয়ালার ইচ্ছা। ইউ নেভার নো, ইনশাআল্লাহ… হঠাৎ করে অসুবিধে হয়ে যায়, মৃত্যুও হতে পারে। শেখ হাসিনার সফরসঙ্গী হিসেবে কারা থাকছে সংবাদ সম্মেলনে তা জানানো হয়। এরা হলেন- পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন, শিক্ষামন্ত্রী দিপু মনি, স্বাস্থ্যমন্ত্রী জাহেদ মালেক ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম রযেছেন তালিকায়।

প্রসঙ্গত, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে নয়াদিল্লি সফরে যাওয়া হয়নি পররাষ্ট্রমন্ত্রী, শেষ মুহূর্তে বাদ পড়েছিলেন। তবে এর কারণ হিসেবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছিলেন মন্ত্রী অসুস্থ হওয়ায় যাচ্ছেন না। তবে শেষ মুহূর্তে প্রধানমন্ত্রীর সফর থেকে তার বাদ পড়া নিয়ে নানা আলোচনার জন্ম হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সর্বাধিক পঠিত

সবই ওপর ওয়ালার ইচ্ছা, ইনশাআল্লাহ এবার প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হচ্ছি: পররাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত সময় : ১১:১২:৪৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ সেপ্টেম্বর ২০২২

সাম্প্রতিক সময়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফরসঙ্গী হিসেবে নয়াদিল্লি যেতে না পারায় ব্যাপক সমালোচনার মুখে পড়েন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। তবে এবার শেখ হাসিনার সফরসঙ্গী হয়েছেন তিনি, যাবেন যুক্তরাজ্য, নিউইয়র্ক ও ওয়াশিংটন ডিসিতে। বুধবার (১৪ সেপ্টেম্বর) জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৭তম অধিবেশনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার যোগদান নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন মন্ত্রী নিজেই।

এবার প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হচ্ছেন কি না, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে আব্দুল মোমেন জানান, ইনশাআল্লাহ যাচ্ছি। সবই ওপর ওয়ালার ইচ্ছা। ইউ নেভার নো, ইনশাআল্লাহ… হঠাৎ করে অসুবিধে হয়ে যায়, মৃত্যুও হতে পারে। শেখ হাসিনার সফরসঙ্গী হিসেবে কারা থাকছে সংবাদ সম্মেলনে তা জানানো হয়। এরা হলেন- পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন, শিক্ষামন্ত্রী দিপু মনি, স্বাস্থ্যমন্ত্রী জাহেদ মালেক ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম রযেছেন তালিকায়।

প্রসঙ্গত, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে নয়াদিল্লি সফরে যাওয়া হয়নি পররাষ্ট্রমন্ত্রী, শেষ মুহূর্তে বাদ পড়েছিলেন। তবে এর কারণ হিসেবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছিলেন মন্ত্রী অসুস্থ হওয়ায় যাচ্ছেন না। তবে শেষ মুহূর্তে প্রধানমন্ত্রীর সফর থেকে তার বাদ পড়া নিয়ে নানা আলোচনার জন্ম হয়।