দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের সামনে ট্রাকচাপায় দুই পথচারীর মৃত্যু হয়েছে। শনিবার (২৪ সেপ্টেম্বর) ভোর ৫টার দিকে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার খানপুর খানপাড়া গ্রামের মকবুল হোসেনের ছেলে মোহাম্মদ আলী (৬৫) ও রাজিবপুর গ্রামের আজিজুল হকের ছেলে আজগার আলী (৩৫)। এ সময় আহত হয়েছেন মকবুল আলী (৪০)।
স্থানীয়রা জানান, গাইবান্ধা থেকে তিনজন ব্যক্তি আত্মীয়ের বাসায় যাওয়ার জন্য দিনাজপুর এম আবদুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের সামনে অটোর জন্য অপেক্ষা করছিলেন। এ সময় ফুলবাড়ী থেকে আসা দ্রুতগতির মালবাহী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় পাশে দাঁড়িয়ে থাকা তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলে দুজনের মৃত্যু হয়। আহত অবস্থায় একজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দৈনিক দেশ নিউজ ডটকম ডেস্ক 

























