বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ৩ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

বিরক্ত হয়ে ফুটবল খেলার ট্রফি ভাঙলেন ইউএনও

বান্দরবানের আলীকদম উপজেলার আলীকদম ইউনিয়নে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় বিজয়ীদের জন্য আনা ট্রফি (কাপ) উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহরুবা ইসলাম ভেঙে ফেলেছেন। সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। এতে তিনি আলোচনায় এসেছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, গত শুক্রবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার ২নং চৈক্ষং ইউনিয়নের রেপারপাড়ার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে স্বাধীন যুব সমাজের উদ্যোগে আন্তঃইউনিয়ন ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। এতে আবাসিক জুনিয়র একাদশ বনাম রেপারপাড়া বাজার একাদশ অংশ নেয়। খেলার প্রধান অতিথি ইউএনও মেহরুবা ইসলাম খেলায় সমাপনী বক্তব্যে এবং পুরস্কার বিতরণ করার এক পর্যায়ে খেলোয়াড় ও দর্শকদের ওপর বিরক্ত হয়ে ট্রফি (কাপ) ভেঙে ফেলেন।

এ বিষয়ে বিশেষ অতিথি উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান কফিল উদ্দিন বলেন, ৭০ মিনিটের খেলায় কোনো দলের গোল না হওয়ায় রেফারি টাইব্রেকারে যান। ট্রাইব্রেকারে আবাসিক জুনিয়র ৩-১ গোলে রেপারপাড়া বাজার দলকে হারায়।

উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান আরও বলেন, খেলার ফলাফল মেনে না নেওয়ায় হট্টগোল লেগে যায়। এতে ইউএনও উপস্থিত দর্শকদের বলেন—  খেলার হার-জিত থাকবে, এতে কারও মন খারাপের কারণ নেই। তিনি সকলকে খেলার ফলাফল মেনে নিতে বলেন। এতে দর্শকরা নিবৃত হয়নি। তিনি তখন দর্শকদের কাছে খেলার ফলাফলে সন্তুষ্ট কি-না জানতে চাইলে কয়েকজন খেলার ফলাফলে ‘মানি না’ বলায় ইউএনও বিরক্ত হন। তথন তিনি চ্যাম্পিয়ন এবং রানার্সআপ ট্রফি ভেঙে ফেলেন। ঘটনার পর পরিস্থিতি স্বাভাবিক করতে ইউএনও-কে ঘটনাস্থল থেকে চলে যেতে অনুরোধ করা হয়।

অভিযোগ স্বীকার করে মেহেরুবা ইসলাম একটি গণমাধ্যমকে বলেন, ‘খেলা শেষে পুরস্কার বিতরণের সময় কয়েকজন এসে ব‌লেন— খেলার ফল তারা মানেন না। তখন আমি আবারও খেল‌তে ব‌লি। কিন্তু তারা বিষয়টি নিয়ে হট্টগোল শুরু ক‌রেন এবং ট্রফি নেবেন না ব‌লে জানান। প্রয়োজ‌নে ট্রফি ভে‌ঙে ফেল‌তে ব‌লেন। আমি প‌রি‌স্থি‌তি সামাল দি‌তে ট্রফিগুলো ভে‌ঙেছি।’

গত ২৪ এপ্রিল মেহরুবা ইসলাম বান্দরবানের আলীকদম উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসাবে যোগ দেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সর্বাধিক পঠিত

বিরক্ত হয়ে ফুটবল খেলার ট্রফি ভাঙলেন ইউএনও

প্রকাশিত সময় : ০৮:৫৫:০১ অপরাহ্ন, শনিবার, ২৪ সেপ্টেম্বর ২০২২

বান্দরবানের আলীকদম উপজেলার আলীকদম ইউনিয়নে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় বিজয়ীদের জন্য আনা ট্রফি (কাপ) উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহরুবা ইসলাম ভেঙে ফেলেছেন। সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। এতে তিনি আলোচনায় এসেছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, গত শুক্রবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার ২নং চৈক্ষং ইউনিয়নের রেপারপাড়ার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে স্বাধীন যুব সমাজের উদ্যোগে আন্তঃইউনিয়ন ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। এতে আবাসিক জুনিয়র একাদশ বনাম রেপারপাড়া বাজার একাদশ অংশ নেয়। খেলার প্রধান অতিথি ইউএনও মেহরুবা ইসলাম খেলায় সমাপনী বক্তব্যে এবং পুরস্কার বিতরণ করার এক পর্যায়ে খেলোয়াড় ও দর্শকদের ওপর বিরক্ত হয়ে ট্রফি (কাপ) ভেঙে ফেলেন।

এ বিষয়ে বিশেষ অতিথি উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান কফিল উদ্দিন বলেন, ৭০ মিনিটের খেলায় কোনো দলের গোল না হওয়ায় রেফারি টাইব্রেকারে যান। ট্রাইব্রেকারে আবাসিক জুনিয়র ৩-১ গোলে রেপারপাড়া বাজার দলকে হারায়।

উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান আরও বলেন, খেলার ফলাফল মেনে না নেওয়ায় হট্টগোল লেগে যায়। এতে ইউএনও উপস্থিত দর্শকদের বলেন—  খেলার হার-জিত থাকবে, এতে কারও মন খারাপের কারণ নেই। তিনি সকলকে খেলার ফলাফল মেনে নিতে বলেন। এতে দর্শকরা নিবৃত হয়নি। তিনি তখন দর্শকদের কাছে খেলার ফলাফলে সন্তুষ্ট কি-না জানতে চাইলে কয়েকজন খেলার ফলাফলে ‘মানি না’ বলায় ইউএনও বিরক্ত হন। তথন তিনি চ্যাম্পিয়ন এবং রানার্সআপ ট্রফি ভেঙে ফেলেন। ঘটনার পর পরিস্থিতি স্বাভাবিক করতে ইউএনও-কে ঘটনাস্থল থেকে চলে যেতে অনুরোধ করা হয়।

অভিযোগ স্বীকার করে মেহেরুবা ইসলাম একটি গণমাধ্যমকে বলেন, ‘খেলা শেষে পুরস্কার বিতরণের সময় কয়েকজন এসে ব‌লেন— খেলার ফল তারা মানেন না। তখন আমি আবারও খেল‌তে ব‌লি। কিন্তু তারা বিষয়টি নিয়ে হট্টগোল শুরু ক‌রেন এবং ট্রফি নেবেন না ব‌লে জানান। প্রয়োজ‌নে ট্রফি ভে‌ঙে ফেল‌তে ব‌লেন। আমি প‌রি‌স্থি‌তি সামাল দি‌তে ট্রফিগুলো ভে‌ঙেছি।’

গত ২৪ এপ্রিল মেহরুবা ইসলাম বান্দরবানের আলীকদম উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসাবে যোগ দেন।