রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫, ৬ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

আদালতে জি কে শামীম, রায়ের অপেক্ষা

বিতর্কিত ঠিকাদার এসএম গোলাম কিবরিয়া শামীম ওরফে জি কে শামীমকে অস্ত্র মামলার রায়ের জন্য আদালতে হাজির করা হয়েছে। আজ রোববার দুপুর ১২টার পর ঢাকার ৪ নম্বর বিশেষ ট্রাইব্যুনালের বিচারক শেখ ছামিদুল ইসলাম এ মামলার রায় ঘোষণা করবেন। রাষ্ট্রপক্ষের সহকারী পাবলিক প্রসিকিউটর সালাহউদ্দিন হাওলাদার বিষয়টি নিশ্চিত করেন।

ঢাকা মহানগর আদালতের হাজতখানার দায়িত্বপ্রাপ্ত পুলিশ উপ-পরিদর্শক সাদিকুল ইসলাম বলেন, জি কে শামীমের পাশাপাশি তার সাত দেহরক্ষীও এ মামলার আসামি। সকাল ৯টা ৩৫ মিনিটে তাদের কাশিমপুর কারাগার থেকে আদালতে এনে হাজতখানায় রাখা হয়।

রাষ্ট্রপক্ষের আইনজীবী সালাহউদ্দিন হাওলাদার বলেন, ‘এ মামলায় আমরা আসামিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণ করতে সক্ষম হয়েছি। আমরা তাদের সর্বোচ্চ শাস্তি প্রত্যাশা করছি।’

অস্ত্র মামলায় সর্বোচ্চ শাস্তি যাবজ্জীবন কারাদণ্ড। এ মামলায় আসামিদের বিরুদ্ধে অস্ত্র আইনের তিনটি ধারায় অভিযোগ গঠন করা হয়েছে। জি কে শামীমের বিরুদ্ধে বৈধ অস্ত্র অবৈধভাবে প্রদর্শনের অভিযোগ আনা হয়েছে, যার সর্বোচ্চ শাস্তি সাত বছরের কারাদণ্ড।

আসামি পক্ষের আইনজীবীরা বলেন, রাষ্ট্রপক্ষ আসামিদের বিরুদ্ধে অভিযোগ ‘প্রমাণ করতে সক্ষম হয়নি’। রায়ে আসামিরা খালাস পাবেন বলে তাদের প্রত্যাশা।

মামলার আসামিরা হলেন- জি কে শামীম এবং তার সাত দেহরক্ষী দেলোয়ার হোসেন, মুরাদ হোসেন, জাহিদুল ইসলাম, সহিদুল ইসলাম, কামাল হোসেন, সামসাদ হোসেন ও আমিনুল ইসলাম।

২০২০ সালের ২৮ জানুয়ারি অভিযোগ গঠনের মধ্য দিয়ে এ মামলায় তাদের বিচার শুরুর আদেশ দিয়েছিল আদালত। রাষ্ট্রপক্ষে মোট ১০ জনের সাক্ষ্যগ্রহণ এবং যুক্তিতর্ক শুনানি শেষে গত ২৮ আগাস্ট বিচারক রায়ের জন্য দিন ঠিক করে দেন।

২০১৯ সালে গ্রেপ্তার হওয়ার পর এই প্রথম শামীমের বিরুদ্ধে কোনো মামলার রায় হতে যাচ্ছে। তার বিরুদ্ধে মাদক ও মানি লন্ডারিং আইনেও মামলা রয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সর্বাধিক পঠিত

আদালতে জি কে শামীম, রায়ের অপেক্ষা

প্রকাশিত সময় : ১২:৪১:৩৮ অপরাহ্ন, রবিবার, ২৫ সেপ্টেম্বর ২০২২

বিতর্কিত ঠিকাদার এসএম গোলাম কিবরিয়া শামীম ওরফে জি কে শামীমকে অস্ত্র মামলার রায়ের জন্য আদালতে হাজির করা হয়েছে। আজ রোববার দুপুর ১২টার পর ঢাকার ৪ নম্বর বিশেষ ট্রাইব্যুনালের বিচারক শেখ ছামিদুল ইসলাম এ মামলার রায় ঘোষণা করবেন। রাষ্ট্রপক্ষের সহকারী পাবলিক প্রসিকিউটর সালাহউদ্দিন হাওলাদার বিষয়টি নিশ্চিত করেন।

ঢাকা মহানগর আদালতের হাজতখানার দায়িত্বপ্রাপ্ত পুলিশ উপ-পরিদর্শক সাদিকুল ইসলাম বলেন, জি কে শামীমের পাশাপাশি তার সাত দেহরক্ষীও এ মামলার আসামি। সকাল ৯টা ৩৫ মিনিটে তাদের কাশিমপুর কারাগার থেকে আদালতে এনে হাজতখানায় রাখা হয়।

রাষ্ট্রপক্ষের আইনজীবী সালাহউদ্দিন হাওলাদার বলেন, ‘এ মামলায় আমরা আসামিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণ করতে সক্ষম হয়েছি। আমরা তাদের সর্বোচ্চ শাস্তি প্রত্যাশা করছি।’

অস্ত্র মামলায় সর্বোচ্চ শাস্তি যাবজ্জীবন কারাদণ্ড। এ মামলায় আসামিদের বিরুদ্ধে অস্ত্র আইনের তিনটি ধারায় অভিযোগ গঠন করা হয়েছে। জি কে শামীমের বিরুদ্ধে বৈধ অস্ত্র অবৈধভাবে প্রদর্শনের অভিযোগ আনা হয়েছে, যার সর্বোচ্চ শাস্তি সাত বছরের কারাদণ্ড।

আসামি পক্ষের আইনজীবীরা বলেন, রাষ্ট্রপক্ষ আসামিদের বিরুদ্ধে অভিযোগ ‘প্রমাণ করতে সক্ষম হয়নি’। রায়ে আসামিরা খালাস পাবেন বলে তাদের প্রত্যাশা।

মামলার আসামিরা হলেন- জি কে শামীম এবং তার সাত দেহরক্ষী দেলোয়ার হোসেন, মুরাদ হোসেন, জাহিদুল ইসলাম, সহিদুল ইসলাম, কামাল হোসেন, সামসাদ হোসেন ও আমিনুল ইসলাম।

২০২০ সালের ২৮ জানুয়ারি অভিযোগ গঠনের মধ্য দিয়ে এ মামলায় তাদের বিচার শুরুর আদেশ দিয়েছিল আদালত। রাষ্ট্রপক্ষে মোট ১০ জনের সাক্ষ্যগ্রহণ এবং যুক্তিতর্ক শুনানি শেষে গত ২৮ আগাস্ট বিচারক রায়ের জন্য দিন ঠিক করে দেন।

২০১৯ সালে গ্রেপ্তার হওয়ার পর এই প্রথম শামীমের বিরুদ্ধে কোনো মামলার রায় হতে যাচ্ছে। তার বিরুদ্ধে মাদক ও মানি লন্ডারিং আইনেও মামলা রয়েছে।