সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫, ৭ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

রাবিতে ফের অস্বাস্থ্যকর খাবার বিক্রি, জরিমানা ১৭ হাজার টাকা

অস্বাস্থ্যকর খাবার বিক্রির অপরাধে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ক্যাম্পাসের তিন হোটেল মালিককে ১৭ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) দুপুর ১২টা থেকে ২টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল ও হোটেলগুলোতে অভিযান চালিয়ে এই জরিমানা করা হয়। 

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের রাজশাহী বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ হাসান আল মারুফ এই অভিযান পরিচালনা করেন।

অভিযানকালে অস্বাস্থ্যকর ও নোংরা জায়গায় স্যান্ডউইচ তৈরি এবং ফ্রিজে পূর্বের দিনের নুডলস সংগ্রহ করে রাখার অপরাধে স্টেডিয়াম মার্কেটের সিলসিলা রেস্তোরাঁর মালিককে ১০ হাজার টাকা, খাবারের মূল্য তালিকা না থাকায় এবং পঁচা আলু রাখার অপরাধে শহীদ জিয়াউর রহমান হল সংলগ্ন বাবু হোটেলের মালিককে দুই হাজার টাকা এবং পোড়া তেল এবং বাসি শিরা দিয়ে জিলাপি বানানোর অপরাধে শহীদ সোহরাওয়ার্দী হল সংলগ্ন হাবীব হোটেলের মালিককে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া বিশ্ববিদ্যালয়ের মাদার বখশ এবং শেরে বাংলা ফজলুল হক হলের ডাইনিং ও ক্যান্টিন সংশ্লিষ্টদের খাবার তৈরি ও পরিবেশনে সতর্কতা অবলম্বন করতে বলা হয়।

এ বিষয়ে রাজশাহী বিভাগের জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ হাসান আল মারুফ বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসনের সহযোগিতায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের তিনটি খাবার হোটেল ও দুইটি আবাসিক হলে অভিযান চালানো হয়েছে। এসময় বিভিন্ন অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ২০০৯ সালের আইনের ৩৯, ৪৩ ও ৪৫ ধারা অনুযায়ী তিন হোটেলের মালিককে ১৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

তিনি আরো বলেন, এসব দোকান মালিক ও হলের হোটেল ও ক্যান্টিন কর্মচারীদের সচেতন করার চেষ্টা করেছি। জনস্বার্থে ভবিষ্যতেও আমাদের এমন অভিযান অব্যাহত থাকবে।

প্রসঙ্গত, এর আগে গত ৭ সেপ্টেম্বর অভিযান চালিয়ে মেয়াদোত্তীর্ণ ও অস্বাস্থ্যকর খাবার বিক্রির অপরাধে ক্যাম্পাসের পাঁচ দোকানীকে ৩২ হাজার টাকা জরিমানা করে জাতীয় ভোক্তা অধিকার পরিষদ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সর্বাধিক পঠিত

রাবিতে ফের অস্বাস্থ্যকর খাবার বিক্রি, জরিমানা ১৭ হাজার টাকা

প্রকাশিত সময় : ০৬:০০:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ সেপ্টেম্বর ২০২২

অস্বাস্থ্যকর খাবার বিক্রির অপরাধে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ক্যাম্পাসের তিন হোটেল মালিককে ১৭ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) দুপুর ১২টা থেকে ২টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল ও হোটেলগুলোতে অভিযান চালিয়ে এই জরিমানা করা হয়। 

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের রাজশাহী বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ হাসান আল মারুফ এই অভিযান পরিচালনা করেন।

অভিযানকালে অস্বাস্থ্যকর ও নোংরা জায়গায় স্যান্ডউইচ তৈরি এবং ফ্রিজে পূর্বের দিনের নুডলস সংগ্রহ করে রাখার অপরাধে স্টেডিয়াম মার্কেটের সিলসিলা রেস্তোরাঁর মালিককে ১০ হাজার টাকা, খাবারের মূল্য তালিকা না থাকায় এবং পঁচা আলু রাখার অপরাধে শহীদ জিয়াউর রহমান হল সংলগ্ন বাবু হোটেলের মালিককে দুই হাজার টাকা এবং পোড়া তেল এবং বাসি শিরা দিয়ে জিলাপি বানানোর অপরাধে শহীদ সোহরাওয়ার্দী হল সংলগ্ন হাবীব হোটেলের মালিককে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া বিশ্ববিদ্যালয়ের মাদার বখশ এবং শেরে বাংলা ফজলুল হক হলের ডাইনিং ও ক্যান্টিন সংশ্লিষ্টদের খাবার তৈরি ও পরিবেশনে সতর্কতা অবলম্বন করতে বলা হয়।

এ বিষয়ে রাজশাহী বিভাগের জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ হাসান আল মারুফ বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসনের সহযোগিতায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের তিনটি খাবার হোটেল ও দুইটি আবাসিক হলে অভিযান চালানো হয়েছে। এসময় বিভিন্ন অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ২০০৯ সালের আইনের ৩৯, ৪৩ ও ৪৫ ধারা অনুযায়ী তিন হোটেলের মালিককে ১৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

তিনি আরো বলেন, এসব দোকান মালিক ও হলের হোটেল ও ক্যান্টিন কর্মচারীদের সচেতন করার চেষ্টা করেছি। জনস্বার্থে ভবিষ্যতেও আমাদের এমন অভিযান অব্যাহত থাকবে।

প্রসঙ্গত, এর আগে গত ৭ সেপ্টেম্বর অভিযান চালিয়ে মেয়াদোত্তীর্ণ ও অস্বাস্থ্যকর খাবার বিক্রির অপরাধে ক্যাম্পাসের পাঁচ দোকানীকে ৩২ হাজার টাকা জরিমানা করে জাতীয় ভোক্তা অধিকার পরিষদ।