কক্সবাজারের টেকনাফে নাফ নদী থেকে অজ্ঞাত দুই ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার দিবাগত রাত ও পরদিন সকালে লাশ দুটি উদ্ধার করা হয়।
মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) বিকালে গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ মডেল থানার (ওসি) মো. হাফিজুর রহমান। যদিও শেষ খবর পাওয়া পর্যন্ত দু’লাশের নাম-পরিচয় জানাতে পারেননি তিনি।
পুলিশের এই কর্মকর্তা বলেন, উপজেলার সাবরাং ইউপির ও পৌর সভার জালিয়া পাড়াস্থ জেটি ঘাট এলাকা থেকে লাশ দু’টি উদ্ধার করা হয়। বর্তমানে লাশ দুইটি ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তবে লাশ শনাক্তের কাজ চলছে।
উল্লেখ, গেল এক সপ্তাহের ব্যবধানে নাফ নদী থেকে পাঁচ যুবকের লাশ উদ্ধার করা হয়েছে পুলিশ।

দৈনিক দেশ নিউজ ডটকম ডেস্ক 

























