ইউক্রেনের কাছে রাশিয়ার একটি সামরিক প্রশিক্ষণ ঘাটিতে বন্দুকধারীরা হামলায় কমপক্ষে ১১ জন নিহত ও ১৫ জন আহত হয়েছেন। শনিবার (১৫ অক্টোবর) ইউক্রেনের সীমান্তবর্তী দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বেলগোরোড অঞ্চলের সামরিক ঘাটিতে এ হামলার ঘটনা ঘটে। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে রবিবার (১৬ অক্টোবর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা।
প্রতিবেদনে বলা হয়, প্রশিক্ষণ চলাকালীন দুই হামলাকারী সৈন্যদের ওপর গুলি চালায় এবং পাল্টা গুলিতে হামলাকারীরা নিহত হয়। হামলাকারীরা সাবেক সোভিয়েত প্রজাতন্ত্রের নাগরিক বলে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে। তবে বিস্তারিত তথ্য জানায়নি তারা। প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনে রুশ বাহিনীকে শক্তিশালী করার জন্য সংগঠিত করার আদেশের মধ্যে এই গুলির ঘটনা ঘটলো।
রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, স্বেচ্ছায় বিশেষ সামরিক অভিযানে (ইউক্রেনের বিরুদ্ধে) অংশ নেওয়ার ইচ্ছা প্রকাশকারী ব্যক্তিদের ওপর সন্ত্রাসীরা ছোট অস্ত্র দিয়ে গুলি চালিয়েছে। এই ঘটনায় ১১ জন নিহত ও ১৫ জন আহত হয়েছেন।

আন্তর্জাতিক ডেস্ক /দৈনিক দেশ নিউজ ডটকম 

























