বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫, ১৭ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

মৃত্যুও তাদের আলাদা করতে পারেনি

ইউক্রেনের রাজধানী কিয়েভে তীব্রতা বাড়িয়েছে রুশ বাহিনী। এছাড়া রুশ হামলার কারণে ইউক্রেনের শত শত শহর বিদ্যুৎহীন হয়ে পড়েছে।

ইউক্রেনের পক্ষ থেকে বলা হয়েছে, সোমবার রাশিয়া ইরানের তৈরি কামিকাজে ড্রোন দিয়েও হামলা চালায়। ইউক্রেনের প্রধানমন্ত্রী ডেনিস শ্যামিগাল বলেন, কিয়েভে পাঁচটি হামলা চালিয়েছে রুশ বাহিনী। এছাড়া সুমি এবং মধ্য দিনিপ্রপেত্রভস্ক-এ বিদ্যুৎ অবকাঠামোতে রুশ বাহিনী আঘাত হানে। এই কারণে শত শত শহর-গ্রাম অন্ধকারে ডুবে যায়।

ইউক্রেন বলছে, রুশ হামলায় কিয়েভে চারজন নিহত হয়েছে। এরমধ্যে অন্তঃসত্ত্বা এক নারীও আছেন। এছাড়া সুমি অঞ্চলে রুশ হামলায় আরও চারজন নিহত হয়।

এর মধ্যে রাজধানী কিয়েভে ধরা পড়ল এক মর্মান্তিক দৃশ্য। রাজধানীর জাইলিনাস্কা স্ট্রিটে স্বামীর সঙ্গে থাকতেন ৬ মাসের অন্তঃসত্ত্বা ভিক্টোরিয়া ও তার স্বামী বোদান। ড্রোন হামালায় তাদের মৃত্যু হয়েছে। বোমার আঘাতে চুরমার হয়ে গেছে তাদের বাড়ি। ওই হামলায় পর সরকারি উদ্ধারকারী দল  তাদের লাশ উদ্ধার করে।  স্বামীর বাহুডোরে শেষবারের মতো শ্বাস নিয়েছেন ভিক্টোরিয়া।

২০১৩ সালে বাংলাদেশের সাভার উপজেলায় ধসে পড়া রানা প্লাজার ধ্বংসস্তুপ থেকে আলিঙ্গনরত অবস্থায় দুই শ্রমিকের লাশ উদ্ধার করা হয়। উদ্ধার করা লাশের ছবি তুলেছিলেন ফ্রিল্যান্সার ফটোগ্রাফার তাসলিমা আখতার। সেই ছবিটির জন্য ওয়ার্ল্ড প্রেস ফটোর পুরস্কার পান তিনি।

গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযানের ঘোষণা দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এরপর আজ পর্যন্ত টানা ২৩৭ দিনের মতো চলছে দেশ দুইটির সংঘাত। এতে দুই পক্ষের বহু হতাহতের খবর পাওয়া যাচ্ছে।  

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সর্বাধিক পঠিত

মৃত্যুও তাদের আলাদা করতে পারেনি

প্রকাশিত সময় : ১১:০৯:৪৪ পূর্বাহ্ন, বুধবার, ১৯ অক্টোবর ২০২২

ইউক্রেনের রাজধানী কিয়েভে তীব্রতা বাড়িয়েছে রুশ বাহিনী। এছাড়া রুশ হামলার কারণে ইউক্রেনের শত শত শহর বিদ্যুৎহীন হয়ে পড়েছে।

ইউক্রেনের পক্ষ থেকে বলা হয়েছে, সোমবার রাশিয়া ইরানের তৈরি কামিকাজে ড্রোন দিয়েও হামলা চালায়। ইউক্রেনের প্রধানমন্ত্রী ডেনিস শ্যামিগাল বলেন, কিয়েভে পাঁচটি হামলা চালিয়েছে রুশ বাহিনী। এছাড়া সুমি এবং মধ্য দিনিপ্রপেত্রভস্ক-এ বিদ্যুৎ অবকাঠামোতে রুশ বাহিনী আঘাত হানে। এই কারণে শত শত শহর-গ্রাম অন্ধকারে ডুবে যায়।

ইউক্রেন বলছে, রুশ হামলায় কিয়েভে চারজন নিহত হয়েছে। এরমধ্যে অন্তঃসত্ত্বা এক নারীও আছেন। এছাড়া সুমি অঞ্চলে রুশ হামলায় আরও চারজন নিহত হয়।

এর মধ্যে রাজধানী কিয়েভে ধরা পড়ল এক মর্মান্তিক দৃশ্য। রাজধানীর জাইলিনাস্কা স্ট্রিটে স্বামীর সঙ্গে থাকতেন ৬ মাসের অন্তঃসত্ত্বা ভিক্টোরিয়া ও তার স্বামী বোদান। ড্রোন হামালায় তাদের মৃত্যু হয়েছে। বোমার আঘাতে চুরমার হয়ে গেছে তাদের বাড়ি। ওই হামলায় পর সরকারি উদ্ধারকারী দল  তাদের লাশ উদ্ধার করে।  স্বামীর বাহুডোরে শেষবারের মতো শ্বাস নিয়েছেন ভিক্টোরিয়া।

২০১৩ সালে বাংলাদেশের সাভার উপজেলায় ধসে পড়া রানা প্লাজার ধ্বংসস্তুপ থেকে আলিঙ্গনরত অবস্থায় দুই শ্রমিকের লাশ উদ্ধার করা হয়। উদ্ধার করা লাশের ছবি তুলেছিলেন ফ্রিল্যান্সার ফটোগ্রাফার তাসলিমা আখতার। সেই ছবিটির জন্য ওয়ার্ল্ড প্রেস ফটোর পুরস্কার পান তিনি।

গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযানের ঘোষণা দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এরপর আজ পর্যন্ত টানা ২৩৭ দিনের মতো চলছে দেশ দুইটির সংঘাত। এতে দুই পক্ষের বহু হতাহতের খবর পাওয়া যাচ্ছে।