সরকার ভয় পেয়েছে বলেই প্রজাতন্ত্রের কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে শুরু করেছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার (২০ অক্টোবর) বিকেলে নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এক সমাবেশে তিনি এ মন্তব্য করেন।
বিএনপি মহাসচিব বলেন, যে দেশে বিতরণ ও সঞ্চালনের সমন্বয় নেই, সেই দেশে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র স্থাপন করা হয়েছে সরকারের দুর্নীতি ও লুটপাটের পথকে প্রস্তস্থ করতে।
দেশব্যাপী নেতাকর্মীদের ওপর হামলা, মামলা ও নির্যাতনের প্রতিবাদে রাজধানীর নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ঢাকা মহানগর বিএনপির সমাবেশ করে।সমাবেশে বিএনপি নেতারা বলেন, এরপর রাজনৈতিক কর্মসূচিতে আর কোনও বাধা মানা হবে না। যেখানেই বাধা আসবে সেখানেই সমাবেশ করবে বিএনপি। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বিএনপির আন্দোলনে জনতার উপস্থিতি দেখে ভয় পেয়েছে সরকার। আর সরকারে ভয়ের বলি হচ্ছেন প্রশাসনের কর্মকতারা। বিএনপির আন্দোলনের ভয় থেকে প্রশাসনের কর্মবর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে শুরু করেছে সরকার।

দৈনিক দেশ নিউজ ডটকম ডেস্ক 























