সমাবেশে লাখ লাখ লোকের কথা বলে মন কলা খাচ্ছে বিএনপি বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
তিনি বলেন, সমাবেশে জনসমাগম দেখে মনকলা খাচ্ছে বিএনপি। জনসমাগম কাকে বলে দেখতে বিএনপি নেতাদের আওয়ামী লীগের একটা জেলা সমাবেশে আমন্ত্রণ জানিয়েছেন তিনি।
রোববার (২৩ অক্টোবর) বেলা ১১টার দিকে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে মেট্রোরেল-১ (এমআরটি লাইন-১)-এর নির্মাণকাজ তদারকির জন্য পরামর্শক প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি সই অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।
কাদের বলেন, কয়েক হাজার লোক হলেই বলা হয় লাখ লাখ। চট্টগ্রামে লাখের কাছাকাছি হলেও ময়মানসিংহ ও খুলনাতে এতো লোক হয়নি। মরা গাঙে কিছুটা ঢেউ দেখে মনকলা খাচ্ছে বিএনপি।
তিনি বলেন, কেউ যদি বলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান কােথায়? ২০০৮ সাল থেকে তারা কি জবাব দেবে। তিনি তো পালিয়ে আছেন। সৎ সাহস তো হলো না একবারও আসতে। খরা- মরা গাঙ্গে জোয়ার প্রাপ্তি অথচ আপনাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তো একদিনও আসলো না।
তিনি বলেন, এখন শুধু আওয়াজ দিচ্ছে, কর্মীদের বলছে এয়ারপোর্টে যাওয়ার জন্য প্রস্তুত হতে। কী জন্য, খোমিনির মতো নিয়ে আসবে, ইমাম খোমিনি, মন কলা, মনে মনে মন কলা খাও।
তিনি আরও বলেন, ইলেকশনে আসেন, আমরা প্রস্তুত আছি। জনগণ যদি আপনাদের চায়, আপনারা ক্ষমতায় যান। জনগণ না চাইলে আমরা নিরাপদ প্রস্থান করব। সিদ্ধান্ত নেবে জনগণ।

দৈনিক দেশ নিউজ ডটকম ডেস্ক 























