বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫, ১৭ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

দায়িত্ব নিয়েই জেলেনস্কিকে প্রথম ফোন সুনাকের, বললেন পাশে আছি

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে ফোন দিয়েছেন যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী ঋষি সুনাক। গতকাল মঙ্গলবার যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়েই জেলেনস্কিকে ফোন করেন তিনি। এ সময় সুনাক বলেছেন, ‘অটল সমর্থন নিয়ে ইউক্রেনের পাশে আছে যুক্তরাজ্য।’

ব্রিটিশ প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর কোনো বিদেশি নেতার সঙ্গে এটিই তার প্রথম ফোনকল। আজ বুধবার এএফপি, এনডিটিভি, বিবিসিসহ একাধিক গণমাধ্যমের খবরে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ফোনে জেলেনস্কিকে যুক্তরাজ্যের অবিচল সমর্থনের আশ্বাস দিয়েছেন সুনাক। দুই নেতার ফোনালাপের পর এ তথ্য জানিয়েছে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর কার্যালয়।

সুনাকের একজন মুখপাত্র বলেছেন, ইউক্রেনের প্রধানমন্ত্রীকে ঋষি সুনাক বলেছেন, তার দেশের প্রতি যুক্তরাজ্যের সমর্থন আগের মতোই অব্যাহত থাকবে। জেলেনস্কি নিঃসন্দেহে ব্রিটিশ সরকারের অটুট সংহতি ও সমর্থন পাবেন। সংহতির ক্ষেত্রে তার সরকার ব্রিটেনের ওপর ভরসা রাখতে পারে।

বিবিসি জানিয়েছে, যুক্তরাজ্যের ৫৭তম প্রধানমন্ত্রী হিসেবে গতকাল মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন ঋষি সুনাক। যুক্তরাজ্যের রাজা চার্লসের আমন্ত্রণে তার বাসভবন বাকিংহাম প্যালেসে গিয়ে তার সঙ্গে সাক্ষাৎ করেন সুনাক। রাজা চার্লস তাকে যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী হিসেবে নিযুক্ত করেন।

৪২ বছরের ঋষি সুনাক বিগত ২০০ বছরের মধ্যে সবচেয়ে কম বয়সী ব্যক্তি হিসেবে ব্রিটেনের প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করলেন। তার আগে লিজ ট্রাস মাত্র ৪৩ বছর বয়সে ব্রিটেনের প্রধানমন্ত্রী হয়ে রেকর্ড করেছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সর্বাধিক পঠিত

দায়িত্ব নিয়েই জেলেনস্কিকে প্রথম ফোন সুনাকের, বললেন পাশে আছি

প্রকাশিত সময় : ১২:৪০:৪৫ অপরাহ্ন, বুধবার, ২৬ অক্টোবর ২০২২

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে ফোন দিয়েছেন যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী ঋষি সুনাক। গতকাল মঙ্গলবার যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়েই জেলেনস্কিকে ফোন করেন তিনি। এ সময় সুনাক বলেছেন, ‘অটল সমর্থন নিয়ে ইউক্রেনের পাশে আছে যুক্তরাজ্য।’

ব্রিটিশ প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর কোনো বিদেশি নেতার সঙ্গে এটিই তার প্রথম ফোনকল। আজ বুধবার এএফপি, এনডিটিভি, বিবিসিসহ একাধিক গণমাধ্যমের খবরে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ফোনে জেলেনস্কিকে যুক্তরাজ্যের অবিচল সমর্থনের আশ্বাস দিয়েছেন সুনাক। দুই নেতার ফোনালাপের পর এ তথ্য জানিয়েছে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর কার্যালয়।

সুনাকের একজন মুখপাত্র বলেছেন, ইউক্রেনের প্রধানমন্ত্রীকে ঋষি সুনাক বলেছেন, তার দেশের প্রতি যুক্তরাজ্যের সমর্থন আগের মতোই অব্যাহত থাকবে। জেলেনস্কি নিঃসন্দেহে ব্রিটিশ সরকারের অটুট সংহতি ও সমর্থন পাবেন। সংহতির ক্ষেত্রে তার সরকার ব্রিটেনের ওপর ভরসা রাখতে পারে।

বিবিসি জানিয়েছে, যুক্তরাজ্যের ৫৭তম প্রধানমন্ত্রী হিসেবে গতকাল মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন ঋষি সুনাক। যুক্তরাজ্যের রাজা চার্লসের আমন্ত্রণে তার বাসভবন বাকিংহাম প্যালেসে গিয়ে তার সঙ্গে সাক্ষাৎ করেন সুনাক। রাজা চার্লস তাকে যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী হিসেবে নিযুক্ত করেন।

৪২ বছরের ঋষি সুনাক বিগত ২০০ বছরের মধ্যে সবচেয়ে কম বয়সী ব্যক্তি হিসেবে ব্রিটেনের প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করলেন। তার আগে লিজ ট্রাস মাত্র ৪৩ বছর বয়সে ব্রিটেনের প্রধানমন্ত্রী হয়ে রেকর্ড করেছিলেন।