গত ২১ – ২২ অক্টোবর, ২০২২, ইস্তাম্বুল শহরে ফেনারবেইশ্ বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো International Conference of Social Science, Humanities and Education. ইউএসবিইডি কনফারেন্স এবং ফেনারবেইশ্ বিশ্ববিদ্যালয় এর যৌথ উদ্যোগে ২ দিনব্যাপি এ সম্মেলনে বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের প্রভাষক রওনক আরা পারভীন গবেষণা প্রবন্ধ উপস্থাপনের জন্য নির্বাচিত হয়। আয়োজকগনের আমন্ত্রণে ১৯ অক্টোবর, ২০২২ হতে ২৬ অক্টোবর, ২০২২ পর্যন্ত রওনক আরা পারভীনসহ বাংলাদেশের চারজন গবেষক ইস্তাম্বুলে অবস্থান করেন।
আর্ন্তজাতিক এ সম্মেলনে অস্ট্রেলিয়া, জার্মানি, ফ্রান্স, ইউক্রেন, জর্জিয়া, সার্বিয়া, রোমানিয়া, মেসিডোনিয়া, ক্রোয়েশিয়া, জাপান, কিউবা, সৌদিআরব, লেবানন, মালয়েশিয়া, ইন্দোনেশিয়াসহ পঁচিশটির অধিক দেশ হতে একশত বিশ জনের অধিক শিক্ষক এবং গবেষক অংশগ্রহণ করেন।
২০১৭ সাল থেকে অনুষ্ঠিত হওয়া এই সম্মেলনে সভাপতিত্ব করেন ফেনারব্যাস বিশ্ববিদ্যালয়ের মাননীয় রেক্টর প্রফেসর. ড. এম, এমিন আরাত এবং কনফারেন্স চেয়ার সম্মানিত প্রফেসর. ড. আয়তেকিন ডেমিরসিওগলু সূচনা বক্তব্য প্রদান করেন।
রওনক আরা পারভীন, ফেনারব্যাস বিশ্ববিদ্যালয়ের এরিস্টটল কক্ষে ‘ Post-Partum Knowledge and Practices among Adolescent Mothers of Northern Bangladesh ‘ শিরোনামে তার গবেষণা প্রবন্ধ উপস্থাপন করেন এবং প্রবন্ধটি সকলের নিকট প্রশংসিত হয়।
সম্মেলন শেষে কৃষ্ণ সাগর ও মার্মারা সাগর সংযুক্তকারী বসফরাস প্রণালিতে মনোমুগ্ধকর ইয়াচ ভ্রমনের আয়োজন করা হয়।

নিজস্ব প্রতিবেদক: 
























