সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সরকারের উন্নয়ন ও প্রধানমন্ত্রীকে নিয়ে মিথ্যা তথ্য দিয়ে গুজব ছড়ানোর অভিযোগে করা মামলায় বিএনপি নেত্রী সোনিয়া আক্তার স্মৃতির জামিন আগামী সোমবার পর্যন্ত স্থগিত করেছেন আপিল বিভাগের চেম্বার বিচারপতির আদালত।
রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে বুধবার (২ নভেম্বর) চেম্বার বিচারপতি এম ইনায়েতুর রহিম জামিন স্থগিত করে শুনানির জন্য নিয়মিত বেঞ্চে পাঠিয়েছেন।
আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল শেখ মোহাম্মদ মোরশেদ। স্মৃতির পক্ষে ছিলেন আইনজীবী এ জে মোহাম্মদ আলী ও ব্যারিস্টার কায়সার কামাল।
এর আগে, গত সোমবার বিচারপতি মো. আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি শাহেদ নূরউদ্দিনের হাইকোর্ট বেঞ্চ তাকে জামিন দেন।
সোনিয়া আক্তার স্মৃতি রাজবাড়ী জেলা মহিলা দলের সদস্য ও রাজবাড়ী ব্লাড ডোনার্স ক্লাবের প্রতিষ্ঠাতা।
গত ১০ অক্টোবর রাজবাড়ীর এক নম্বর আমলি আদালতে স্মৃতির জামিনের আবেদন করা হলে বিচারক কায়ছুন নাহার সুরমা তা নামঞ্জুর করেন।
উল্লেখ্য, গত ৩১ আগস্ট প্রধানমন্ত্রীর একটি বক্তব্যের সমালোচনা করে ফেসবুক ‘আপত্তিকর’ একটি স্ট্যাটাস দেন সোনিয়া আক্তার। এ ঘটনায় রাজবাড়ী সদর থানায় মামলা করেন আওয়ামী লীগ নেতা আরিফিন চৌধুরী। পরে গত ৪ অক্টোবর রাতে রাজবাড়ীর নিজ বাসা থেকে স্মৃতি গ্রেপ্তার করে পরের দিন আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

দৈনিক দেশ নিউজ ডটকম ডেস্ক 

























