সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫, ৭ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

রাবি ছাত্রলীগের বিতর্কিত নেতাদের বহিষ্কার আদেশ প্রত্যাহার

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ভর্তি পরীক্ষার প্রক্সিকাণ্ডে নাম আসা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ নেতা মুশফিক তাহমিদ তন্ময়সহ তিনজনের বহিষ্কারাদেশ তুলে নেওয়া হয়েছে। বৃহস্পতিবার (৩ নভেম্বর) কেন্দ্রীয় ছাত্রলীগের এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি আল-নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, ”বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সিদ্ধান্ত মোতাবেক নিজ আবেদনের প্রেক্ষিতে রাবি শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মুশফিক তাহমিদ তন্ময়, উপ-গণশিক্ষা বিষয়ক সম্পাদক আব্দুল হক এবং উপ-মুক্তিযুদ্ধ ও গবেষণা বিষয়ক সম্পাদক মো. আবু হাশেম ওপর আরোপিত বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হলো।”

গত ২৬ জুলাই রাজশাহী বিশ্ববিদ্যালেয়ে (রাবি) ২০২১-২২ শিক্ষাবর্ষের ‘এ’ ইউনিটের (মানবিক) ভর্তি পরীক্ষায় প্রক্সি দিয়ে গিয়ে ধরা পড়েন বায়েজিদ খান। তাকে আটকের পর বিশ্ববিদ্যালয়ের প্রক্টর দপ্তরে জিজ্ঞাসাবাদ করা হয়। সেখানে বায়েজিদকে জালিয়াতির সঙ্গে জড়িতের বিষয়ে জানতে চাইলে তিনি ছাত্রলীগ নেতা মুশফিক তাহমিদ তন্ময়ের নাম নেন। বায়েজিদ ও তন্ময় একই শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

এ ঘটনায় গত ৪ আগস্ট বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সভাপতি আল-নাহিয়ান খান জয় এবং সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে তন্ময়কে বহিষ্কারের তথ্য জানানো হয়। তন্ময় রাবি শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক। বিশ্ববিদ্যালয়ের ফোকলোর বিভাগের ২০১৪-১৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তবে ওইসময় (৪ আগস্ট) ফোকলোর বিভাগের সভাপতি মো. মোস্তফা তারিকুল আহসান জানান, ‘তাদের কারো ছাত্রত্ব নেই।’

গত ২৮ সেপ্টেম্বর (২০১৯) বিশ্ববিদ্যালয়ের দুই সাংবাদিকে হুমকি ও অশোভন আচরণ করার দায়ে ছাত্রলীগ নেতা আব্দুল হক ও মো. আবুল হাসেমকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছিল। তবে তাদের বহিষ্কার আদেশ আজ তুলে নিয়েছে কেন্দ্রীয় ছাত্রলীগ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সর্বাধিক পঠিত

রাবি ছাত্রলীগের বিতর্কিত নেতাদের বহিষ্কার আদেশ প্রত্যাহার

প্রকাশিত সময় : ০৯:০৫:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ নভেম্বর ২০২২

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ভর্তি পরীক্ষার প্রক্সিকাণ্ডে নাম আসা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ নেতা মুশফিক তাহমিদ তন্ময়সহ তিনজনের বহিষ্কারাদেশ তুলে নেওয়া হয়েছে। বৃহস্পতিবার (৩ নভেম্বর) কেন্দ্রীয় ছাত্রলীগের এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি আল-নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, ”বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সিদ্ধান্ত মোতাবেক নিজ আবেদনের প্রেক্ষিতে রাবি শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মুশফিক তাহমিদ তন্ময়, উপ-গণশিক্ষা বিষয়ক সম্পাদক আব্দুল হক এবং উপ-মুক্তিযুদ্ধ ও গবেষণা বিষয়ক সম্পাদক মো. আবু হাশেম ওপর আরোপিত বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হলো।”

গত ২৬ জুলাই রাজশাহী বিশ্ববিদ্যালেয়ে (রাবি) ২০২১-২২ শিক্ষাবর্ষের ‘এ’ ইউনিটের (মানবিক) ভর্তি পরীক্ষায় প্রক্সি দিয়ে গিয়ে ধরা পড়েন বায়েজিদ খান। তাকে আটকের পর বিশ্ববিদ্যালয়ের প্রক্টর দপ্তরে জিজ্ঞাসাবাদ করা হয়। সেখানে বায়েজিদকে জালিয়াতির সঙ্গে জড়িতের বিষয়ে জানতে চাইলে তিনি ছাত্রলীগ নেতা মুশফিক তাহমিদ তন্ময়ের নাম নেন। বায়েজিদ ও তন্ময় একই শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

এ ঘটনায় গত ৪ আগস্ট বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সভাপতি আল-নাহিয়ান খান জয় এবং সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে তন্ময়কে বহিষ্কারের তথ্য জানানো হয়। তন্ময় রাবি শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক। বিশ্ববিদ্যালয়ের ফোকলোর বিভাগের ২০১৪-১৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তবে ওইসময় (৪ আগস্ট) ফোকলোর বিভাগের সভাপতি মো. মোস্তফা তারিকুল আহসান জানান, ‘তাদের কারো ছাত্রত্ব নেই।’

গত ২৮ সেপ্টেম্বর (২০১৯) বিশ্ববিদ্যালয়ের দুই সাংবাদিকে হুমকি ও অশোভন আচরণ করার দায়ে ছাত্রলীগ নেতা আব্দুল হক ও মো. আবুল হাসেমকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছিল। তবে তাদের বহিষ্কার আদেশ আজ তুলে নিয়েছে কেন্দ্রীয় ছাত্রলীগ।