পাবনা সদর উপজেলার টেবুনিয়ায় নাম না জানা গাড়ির চাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন।
শনিবার (৫ নভেম্বর) সকাল ৭টার দিকে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- পাবনা পৌর এলাকার দিলালপুর মহল্লার শ্যামল ঘোষের ছেলে সুমন ঘোষ (২৬) ও একই মহল্লার নুরুল ইসলামের ছেলে আরিফুল ইসলাম (২৭)। তারা ঈশ্বরদী উপজেলার কালিকাপুরে একটি বেসরকারি কোম্পানিতে চাকরি করতেন।
পাকশী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিষ সান্যাল জানান, পাবনা-ঈশ্বরদী মহাসড়কের টেবুনিয়া কৃষি খামার মোড়ে একটি গাড়ি মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই সুমন ঘোষ মারা যান। আহতবস্থায় আরিফুল ইসলামকে ২৫০ শয্যা বিশিষ্ট পাবনা জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন। ঘটনা অনুসন্ধানে পুলিশ কাজ করছে।

দৈনিক দেশ নিউজ ডটকম ডেস্ক 

























