রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্রলীগের নতুন কমিটির জন্য সভাপতি ও সাধারণ সম্পাদক পদে ৯০ জন প্রার্থী জীবনবৃত্তান্ত জমা দিয়েছেন। শনিবার (৫ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের শহীদ সুখরঞ্জন সমাদ্দার ছাত্র-শিক্ষক সাংস্কৃতিক কেন্দ্রে বেলা ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত প্রার্থীদের জীবনবৃত্তান্ত জমা নেন কেন্দ্রীয় ছাত্রলীগের দায়িত্বপ্রাপ্ত নেতারা
শনিবার কেন্দ্রীয় কমিটির মুক্তিযুদ্ধ ও গবেষণা সম্পাদক মেহেদি হাসান তাপস এ তথ্য নিশ্চিত করেন। তবে কোন পদের জন্য কতটি জীবনবৃত্তান্ত জমা হয়েছে সেটি এখনো জানা যায়নি।

আগামী ১২ নভেম্বর রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার ২৬ তম বার্ষিক সম্মেলনের তারিখ নির্ধারণ করা হয়েছে।
জীবনবৃত্তান্ত নেয়ার সময় উপস্থিত ছিলেন, সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সভাপতি ড. আনিকা ফারিয়া জামান অর্ণা, কেন্দ্রীয় শাখা ছাত্রলীগের মুক্তিযুদ্ধ ও গবেষণা সম্পাদক মেহেদী হাসান তাপস, সহ-সম্পাদক আফি আজাদ বান্টি, সহ-সম্পাদক আহসান হাবীব বাপ্পী, বর্তমান রাবি শাখা ছাত্রলীগের সভাপতি গোলাম কিবরিয়া ও সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ রুনু,জাকিরুল ইসলাম জ্যাক,এনায়েত হক রাজু ,শাহীনুল ইসলাম সরকার ডন,মেহেদী হাসান মিশু,মেসবাহুল হক,আসাদুল্লাহ-হিল-গালিব, ইমতিয়াজ, মোঃ মঈনুদ্দিন রাহাত,সাখাওয়াত হোসেন শাকিল,কাবিরুজ্জামান রুহুলসহ অন্যান্য নেতাকর্মীরা।


নিজস্ব প্রতিবেদক: 
























