কিশোরগঞ্জের কুলিয়ারচরে দ্রুত গতির বাসের চাপায় সিএনজি চালিত অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। এঘটনায় অটোরিকশায় থাকা আরও চার যাত্রী গুরুতর আহত হয়েছে। তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রোববার (৬ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে কিশোরগঞ্জ-ভৈরব আঞ্চলিক সড়কের ছয়সূতি মধুয়ারচর এলাকায় এ ঘটনাটি ঘটে। কুলিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ গোলাম মোস্তফা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
ওসি গোলাম মোস্তফা জানান, ঢাকা থেকে ছেড়ে আসা সৌখিন এক্সপ্রেসের একটি বাস কিশোরগঞ্জের দিকে যাচ্ছিল। ছয়সূতি মধুয়ারচর এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশাকে চাপা দেয় বাসটি। এতে এক নারীসহ দুইজন নিহত হন। এখনো নিহতদের পরিচয় জানা সম্ভব হয়নি।
তিনি আরো জানান, ওই ঘটনায় অটোরিকশার চালকসহ চারজন গুরুতর আহত হয়েছেন। আহতদের মধ্যে দুইজনকে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নেওয়া হয়েছে। অপর আহতদের ভাগলপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।

দৈনিক দেশ নিউজ ডটকম ডেস্ক 

























