বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫, ১৭ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

রাজনৈতিক সহিংসতায় উদ্বেগ মার্কিন রাষ্ট্রদূতের

বাংলাদেশে চলমান রাজনৈতিক সহিংসতায় উদ্বেগ প্রকাশ করেছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস। বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) ঢাকার মার্কিন দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, মার্কিন দূতাবাস গতকাল (বুধবার) ঢাকায় নিহত ও আহতদের পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছে। আমরা ঢাকায় হুমকি ও রাজনৈতিক সহিংসতার প্রতিবেদন নিয়ে চিন্তিত এবং সবাইকে আইনের শাসনকে সম্মান করার এবং সহিংসতা, হয়রানি ও ভয় দেখানো থেকে বিরত থাকার আহ্বান জানাচ্ছি।

এতে আরও বলা হয়, আমরা সরকারি কর্তৃপক্ষকে সহিংসতার এই প্রতিবেদনগুলো তদন্ত করতে এবং মত প্রকাশের মৌলিক স্বাধীনতা এবং শান্তিপূর্ণ সমাবেশ রক্ষা করতে উৎসাহিত করি।

প্রসঙ্গত, ১০ ডিসেম্বর রাজধানীর নয়াপল্টনে বিএনপির সমাবেশকে কেন্দ্র করে ৭ ডিসেম্বরেই পুলিশ-বিএনপি সংঘর্ষে একজন মারা গেছেন এবং প্রায় ৪ শতাধিক আহত হয়েছেন। গ্রেপ্তার হয়েছেন বিএনপির শীর্ষ নেতাদের প্রায় সবাই।

এ ঘটনায় পুলিশ বাদী হয়ে ২ হাজার জনকে আসামি করে পল্টন থানায় তিনটি মামলা করেছে। বিএনপির অভিযোগ, সমাবেশ উপলক্ষে সারা দেশে নেতা-কর্মীদের গ্রেপ্তার করছে সরকার।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সর্বাধিক পঠিত

খালেদা জিয়া বড় দুঃসময়ে বিদায় নিলেন: জয়া আহসান

রাজনৈতিক সহিংসতায় উদ্বেগ মার্কিন রাষ্ট্রদূতের

প্রকাশিত সময় : ০৮:০৪:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ ডিসেম্বর ২০২২

বাংলাদেশে চলমান রাজনৈতিক সহিংসতায় উদ্বেগ প্রকাশ করেছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস। বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) ঢাকার মার্কিন দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, মার্কিন দূতাবাস গতকাল (বুধবার) ঢাকায় নিহত ও আহতদের পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছে। আমরা ঢাকায় হুমকি ও রাজনৈতিক সহিংসতার প্রতিবেদন নিয়ে চিন্তিত এবং সবাইকে আইনের শাসনকে সম্মান করার এবং সহিংসতা, হয়রানি ও ভয় দেখানো থেকে বিরত থাকার আহ্বান জানাচ্ছি।

এতে আরও বলা হয়, আমরা সরকারি কর্তৃপক্ষকে সহিংসতার এই প্রতিবেদনগুলো তদন্ত করতে এবং মত প্রকাশের মৌলিক স্বাধীনতা এবং শান্তিপূর্ণ সমাবেশ রক্ষা করতে উৎসাহিত করি।

প্রসঙ্গত, ১০ ডিসেম্বর রাজধানীর নয়াপল্টনে বিএনপির সমাবেশকে কেন্দ্র করে ৭ ডিসেম্বরেই পুলিশ-বিএনপি সংঘর্ষে একজন মারা গেছেন এবং প্রায় ৪ শতাধিক আহত হয়েছেন। গ্রেপ্তার হয়েছেন বিএনপির শীর্ষ নেতাদের প্রায় সবাই।

এ ঘটনায় পুলিশ বাদী হয়ে ২ হাজার জনকে আসামি করে পল্টন থানায় তিনটি মামলা করেছে। বিএনপির অভিযোগ, সমাবেশ উপলক্ষে সারা দেশে নেতা-কর্মীদের গ্রেপ্তার করছে সরকার।