সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫, ৮ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

রাবিতে ১২ প্যাকেট গাঁজাসহ ২ ছাত্রলীগ নেতা আটক, পলাতক ২

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পুরাতন শেখ রাসেল মাঠ (ইবলিশ মাঠ) থেকে গাঁজা সেবনরত অবস্থায় চার রাবি শিক্ষার্থীকে আটক করেছে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি। বৃহস্পতিবার বেলা ১২টার দিকে শেখ রাসেল মাঠ থেকে তাদের আটক এবং পরবর্তীতে মামলা পুলিশের কাছে সোপর্দ করা হয় বলে নিশ্চিত করেন সহকারী প্রক্টর ড. আরিফুর রহমান।

আটককৃত ব্যক্তিরা হলেন বিশ্ববিদ্যালয়ের টুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজম্যান্ট বিভাগের ২০১৮-১৯ শিক্ষার্থী আরিফ বীন সিদ্দিক ও সোহানুর রহমান, ফোকলোর বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সাইফুল ইসলাম এবং ম্যানেজমেন্ট বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী রাজু আহমেদ।

ড. আরিফুর রহমান জানান, তাদেরকে এর আগেও অনেক বার মাদক সহ আটক করা হয়। কিন্তু এবারের মতো এতো পরিমানের গাঁজা আগে পাওয়া যায়নি। আজকে পুলিশের কাছে সোপর্দ করার সময় জানা যায় তাদের কাছে গাঁজার পরিমান ছিলো প্রায় ৩২৫ গ্রাম।

তাদের চার জনের নামে মামলা দেওয়া হয়েছে ও দুই জনকে পুলিশের কাছে সোপর্দ করা হয় আর অন্য দুই জন পলাতক আছে। তাদের আটকের ব্যবস্থা চলছে। খোঁজ নিয়ে জানা যায়, আরিফ বীন সিদ্দিক ও সাইফুল ইসলামকে পুলিশের সোপর্দ করা হয়।

ক্যাম্পাসে সূত্রে জানা গেছে, ক্যাম্পাসে বহিরাগতদের পাশাপাশি শিক্ষার্থীরা নিয়মিত মাদক সেবনের অভ্যস্ত হয়ে পড়েছে।

তারা দিনে-রাতে ক্যাম্পাসের অপেক্ষাকৃত নির্জন জায়গায় এসব মাদকসেবন করেন। এমনকি এই মাদক চক্রে দিন দিন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সংখ্যা বাড়ছে। গাঁজার পাশাপাশি ইয়াবা, ফেনসিডিল, হেরোইনসহ অন্যান্য মাদক সেবন করেন তারা।

এব্যাপারে  বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি গোলাম কিবরিয়া বলেন, বিষয়টি কিছুক্ষণ আগে জেনেছি। আমরা খোঁজ নিচ্ছি যদি তারা ছাত্রলীগের কেউ হয়, তবে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে।  

এই ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক আসাবুল হক বলেন, ক্যাম্পাসে মাদক সেবনের হার বৃদ্ধি পেয়েছে। তবে প্রশাসন এবিষয়ে প্রতিনিয়ত কঠোর নজরদারি করছে। আটকৃতদেরকে আমরা পুলিশের হাতে তুলে দিয়েছে। আইন অনুসারে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সর্বাধিক পঠিত

রাবিতে ১২ প্যাকেট গাঁজাসহ ২ ছাত্রলীগ নেতা আটক, পলাতক ২

প্রকাশিত সময় : ০৮:২৯:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ ডিসেম্বর ২০২২

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পুরাতন শেখ রাসেল মাঠ (ইবলিশ মাঠ) থেকে গাঁজা সেবনরত অবস্থায় চার রাবি শিক্ষার্থীকে আটক করেছে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি। বৃহস্পতিবার বেলা ১২টার দিকে শেখ রাসেল মাঠ থেকে তাদের আটক এবং পরবর্তীতে মামলা পুলিশের কাছে সোপর্দ করা হয় বলে নিশ্চিত করেন সহকারী প্রক্টর ড. আরিফুর রহমান।

আটককৃত ব্যক্তিরা হলেন বিশ্ববিদ্যালয়ের টুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজম্যান্ট বিভাগের ২০১৮-১৯ শিক্ষার্থী আরিফ বীন সিদ্দিক ও সোহানুর রহমান, ফোকলোর বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সাইফুল ইসলাম এবং ম্যানেজমেন্ট বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী রাজু আহমেদ।

ড. আরিফুর রহমান জানান, তাদেরকে এর আগেও অনেক বার মাদক সহ আটক করা হয়। কিন্তু এবারের মতো এতো পরিমানের গাঁজা আগে পাওয়া যায়নি। আজকে পুলিশের কাছে সোপর্দ করার সময় জানা যায় তাদের কাছে গাঁজার পরিমান ছিলো প্রায় ৩২৫ গ্রাম।

তাদের চার জনের নামে মামলা দেওয়া হয়েছে ও দুই জনকে পুলিশের কাছে সোপর্দ করা হয় আর অন্য দুই জন পলাতক আছে। তাদের আটকের ব্যবস্থা চলছে। খোঁজ নিয়ে জানা যায়, আরিফ বীন সিদ্দিক ও সাইফুল ইসলামকে পুলিশের সোপর্দ করা হয়।

ক্যাম্পাসে সূত্রে জানা গেছে, ক্যাম্পাসে বহিরাগতদের পাশাপাশি শিক্ষার্থীরা নিয়মিত মাদক সেবনের অভ্যস্ত হয়ে পড়েছে।

তারা দিনে-রাতে ক্যাম্পাসের অপেক্ষাকৃত নির্জন জায়গায় এসব মাদকসেবন করেন। এমনকি এই মাদক চক্রে দিন দিন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সংখ্যা বাড়ছে। গাঁজার পাশাপাশি ইয়াবা, ফেনসিডিল, হেরোইনসহ অন্যান্য মাদক সেবন করেন তারা।

এব্যাপারে  বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি গোলাম কিবরিয়া বলেন, বিষয়টি কিছুক্ষণ আগে জেনেছি। আমরা খোঁজ নিচ্ছি যদি তারা ছাত্রলীগের কেউ হয়, তবে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে।  

এই ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক আসাবুল হক বলেন, ক্যাম্পাসে মাদক সেবনের হার বৃদ্ধি পেয়েছে। তবে প্রশাসন এবিষয়ে প্রতিনিয়ত কঠোর নজরদারি করছে। আটকৃতদেরকে আমরা পুলিশের হাতে তুলে দিয়েছে। আইন অনুসারে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে।