শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫, ৫ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

সদ্য মা হওয়া নুসরাতকে অভিনন্দন জানিয়ে যা বললেন মমতা

পুত্রসন্তানের জন্ম দিয়েছেন টলিউডের আলোচিত অভিনেত্রী ও সাংসদ নুসরাত জাহান। কলকাতার এক বেসরকারি হাসপাতালে বুধবার ভর্তি হয়েছিলেন তিনি। আনন্দবাজার পত্রিকা আজ বৃহস্পতিবার এক প্রতিবেদনে জানিয়েছে, নবজাতক এবং মা আপাতত ভাল আছেন।

সদ্য মা হওয়া নুসরাতকে শুভেচ্ছা জানিয়েছেন তার নেত্রী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তিনি বলেন, নুসরাতকে অনেক অভিনন্দন। বসিরহাটের তৃণমূল সাংসদ এবং তার সদ্যোজাত সন্তানের সুস্থ সুন্দর জীবন কামনা করেছেন মমতা।

নুসরাত জাহানের সন্তান আর তার বাবার পরিচয় নিয়ে কম জলঘোলা হয়নি। তা নিয়ে শুধু বিনোদন জগত নয়, রাজনীতির ময়দানও তেতে উঠেছিল। নিখিল জৈনের সঙ্গে চোখ ধাঁধানো ডেসটিনেশন ওয়েডিং করার পর সম্পর্কের অবনতি হলে নুসরত জানান, তিনি বিয়েই করেননি। নিখিলের সঙ্গে লিভ-টুগেদার করেছেন মাত্র।

 

যদিও সংসদে দাঁড়িয়ে এক মাথা সিঁদুর নিয়ে শপথ গ্রহণ করেছিলেন নুসরাত। তার বিরুদ্ধে মিথ্যাচারের অভিযোগ তুলেছিল বিজেপি। কিন্তু সব বিতর্ক এখন অতীত। ভরা কোল নিয়ে নুসরাত এখন টলিপাড়ার চর্চার কেন্দ্রে। দলের সেই সাংসদকেই শুভেচ্ছা জানিয়েছেন দলনেত্রী মমতা।

সূত্র : দ্য ওয়াল।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সর্বাধিক পঠিত

সদ্য মা হওয়া নুসরাতকে অভিনন্দন জানিয়ে যা বললেন মমতা

প্রকাশিত সময় : ০৫:৩৭:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ২৭ অগাস্ট ২০২১

পুত্রসন্তানের জন্ম দিয়েছেন টলিউডের আলোচিত অভিনেত্রী ও সাংসদ নুসরাত জাহান। কলকাতার এক বেসরকারি হাসপাতালে বুধবার ভর্তি হয়েছিলেন তিনি। আনন্দবাজার পত্রিকা আজ বৃহস্পতিবার এক প্রতিবেদনে জানিয়েছে, নবজাতক এবং মা আপাতত ভাল আছেন।

সদ্য মা হওয়া নুসরাতকে শুভেচ্ছা জানিয়েছেন তার নেত্রী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তিনি বলেন, নুসরাতকে অনেক অভিনন্দন। বসিরহাটের তৃণমূল সাংসদ এবং তার সদ্যোজাত সন্তানের সুস্থ সুন্দর জীবন কামনা করেছেন মমতা।

নুসরাত জাহানের সন্তান আর তার বাবার পরিচয় নিয়ে কম জলঘোলা হয়নি। তা নিয়ে শুধু বিনোদন জগত নয়, রাজনীতির ময়দানও তেতে উঠেছিল। নিখিল জৈনের সঙ্গে চোখ ধাঁধানো ডেসটিনেশন ওয়েডিং করার পর সম্পর্কের অবনতি হলে নুসরত জানান, তিনি বিয়েই করেননি। নিখিলের সঙ্গে লিভ-টুগেদার করেছেন মাত্র।

 

যদিও সংসদে দাঁড়িয়ে এক মাথা সিঁদুর নিয়ে শপথ গ্রহণ করেছিলেন নুসরাত। তার বিরুদ্ধে মিথ্যাচারের অভিযোগ তুলেছিল বিজেপি। কিন্তু সব বিতর্ক এখন অতীত। ভরা কোল নিয়ে নুসরাত এখন টলিপাড়ার চর্চার কেন্দ্রে। দলের সেই সাংসদকেই শুভেচ্ছা জানিয়েছেন দলনেত্রী মমতা।

সূত্র : দ্য ওয়াল।