সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫, ৮ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

রাবির শেখ কামাল স্টেডিয়ামে  বড় পর্দায়ে বিশ্বকাপের ফাইনাল

ফিফা বিশ্বকাপ ফাইনাল ম্যাচ জমকালো আসরে উৎসবমুখর পরিবেশে উপভোগ করতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) বড় পর্দায় খেলা দেখানোর আয়োজন করেছে রাবি শাখা ছাত্রলীগ।

শুক্রবার (১৬ ডিসেম্বর) রাবি শাখা ছাত্রলীগের দপ্তর সম্পাদক আবুল বাশার আহমেদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, “ফিফা বিশ্বকাপ-২০২২ এর আর্জেন্টিনা বনাম ফ্রান্স এর মধ্যকার ফাইনাল খেলাকে কেন্দ্র করে পুরো বিশ্বের মত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যেও ছড়িয়ে পড়েছে আমেজ তৈরী হয়েছে উৎসবমুখর পরিবেশ। ফিফা বিশ্বকাপ-২০২২ এর ফাইনাল খেলা উপলক্ষে শিক্ষার্থীদের উৎসবমুখর পরিবেশ উদযাপনে পাশে থাকতে বাংলাদেশ ছাত্রলীগ, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আয়োজনে বড় পর্দায় ফিফা বিশ্বকাপ-২০২২ এর আর্জেন্টিনা বনাম ফ্রান্স এর মধ্যকার ফাইনাল খেলাটি বাংলাদেশ ছাত্রলীগ, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে বড় পর্দায় দেখানোর আয়োজ করা হয়েছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীকে সুশৃঙ্খলভাবে যথাযথ স্বাস্থ্যবিধি অনুসরণ করে বড় পর্দায় খেলা উপভোগ আহ্বান জানানো হলো।” বিশ্ববিদ্যালয়ের মধ্যকর শেখ কামাল স্টেডিয়ামে রবিবার (১৮ ডিসেম্বর)  রাত নয়টায় বড় পর্দায়ে এলইডি স্কৃনে খেলাটি সরাসরি  সম্প্রচারিত হবে। 

এ বিষয়ে রাবি শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক  ফয়সাল আহমেদ রুনু বলেন, ফিফা বিশ্বকাপের সময়  আসলে সবার মধ্যে পুরো সময়টাই একটা উৎসবমুখর অবস্থা বিরাজ করে।  সে জায়গা থেকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের খেলা দেখার জন্য রাবি শাখা ছাত্রলীগ পুরো  বিশ্বকাপের উত্তেজনাপূর্ণ সবকটি ম্যাচ বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্রনাথ ঠাকুর একাডেমিক ভবনের সামনে প্রজেক্টর দিয়ে বড় পর্দায়ে দেখিয়েছে। ফাইনাল ম্যাচ আরও উত্তেজনা পূর্ণ হবে এবং এইটাকে আরও বিরাট পরিসরে দেখানোর জন্য বিশ্ববিদ্যালয়ের শেখ কামাল স্টেডিয়ামে বিশাল এলইডি স্কৃনে দেখার আয়োজন করছি। সবাই শান্তি শৃঙ্খল বজায় রেখে খেলা উপভোগ করবে বলে আশা করছি।

এ বিষয়ে অনুভূতি জানতে চাইলে ফুটবল প্রেমী ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থী বেলায়েত বলেন,  এই বিশ্বকাপ উন্মাদনা সবাই উপভোগ করছে সেটা বিরাট পরিসরে সবাই মিলে একসাথে উপভোগ করার আনন্দটাই অন্যরকম। রাবি শাখা ছাত্রলীগকে ধন্যবাদ এরকম আয়োজন করার জন্য। 

উল্লেখ্য, এর আগে রাজশাহী সিটি করপোরেশনের মেয়র খায়রুজ্জামান লিটনের মেয়ে রাজশাহী জেলা আওয়ামী লীগের সদস্য ড. আনিকা ফারিহা জামান অর্নার সৌজন্যে বসানো হয়েছিল ভ্রাম্যমান এলইডি স্কৃন  বিশ্ববিদ্যালয়ের হবিবুর রহমান মাঠ এবং মাদার বকস হলের সামনে  ১৫ ফুট দৈর্ঘ্য ও ১০ ফুট প্রস্থের বিশাল আকারের ভাসমান এলইডি ডিসপ্লেতে খেলা উপভোগ করেছে শিক্ষার্থীরা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সর্বাধিক পঠিত

রাবির শেখ কামাল স্টেডিয়ামে  বড় পর্দায়ে বিশ্বকাপের ফাইনাল

প্রকাশিত সময় : ০৬:২১:১৩ অপরাহ্ন, শনিবার, ১৭ ডিসেম্বর ২০২২

ফিফা বিশ্বকাপ ফাইনাল ম্যাচ জমকালো আসরে উৎসবমুখর পরিবেশে উপভোগ করতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) বড় পর্দায় খেলা দেখানোর আয়োজন করেছে রাবি শাখা ছাত্রলীগ।

শুক্রবার (১৬ ডিসেম্বর) রাবি শাখা ছাত্রলীগের দপ্তর সম্পাদক আবুল বাশার আহমেদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, “ফিফা বিশ্বকাপ-২০২২ এর আর্জেন্টিনা বনাম ফ্রান্স এর মধ্যকার ফাইনাল খেলাকে কেন্দ্র করে পুরো বিশ্বের মত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যেও ছড়িয়ে পড়েছে আমেজ তৈরী হয়েছে উৎসবমুখর পরিবেশ। ফিফা বিশ্বকাপ-২০২২ এর ফাইনাল খেলা উপলক্ষে শিক্ষার্থীদের উৎসবমুখর পরিবেশ উদযাপনে পাশে থাকতে বাংলাদেশ ছাত্রলীগ, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আয়োজনে বড় পর্দায় ফিফা বিশ্বকাপ-২০২২ এর আর্জেন্টিনা বনাম ফ্রান্স এর মধ্যকার ফাইনাল খেলাটি বাংলাদেশ ছাত্রলীগ, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে বড় পর্দায় দেখানোর আয়োজ করা হয়েছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীকে সুশৃঙ্খলভাবে যথাযথ স্বাস্থ্যবিধি অনুসরণ করে বড় পর্দায় খেলা উপভোগ আহ্বান জানানো হলো।” বিশ্ববিদ্যালয়ের মধ্যকর শেখ কামাল স্টেডিয়ামে রবিবার (১৮ ডিসেম্বর)  রাত নয়টায় বড় পর্দায়ে এলইডি স্কৃনে খেলাটি সরাসরি  সম্প্রচারিত হবে। 

এ বিষয়ে রাবি শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক  ফয়সাল আহমেদ রুনু বলেন, ফিফা বিশ্বকাপের সময়  আসলে সবার মধ্যে পুরো সময়টাই একটা উৎসবমুখর অবস্থা বিরাজ করে।  সে জায়গা থেকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের খেলা দেখার জন্য রাবি শাখা ছাত্রলীগ পুরো  বিশ্বকাপের উত্তেজনাপূর্ণ সবকটি ম্যাচ বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্রনাথ ঠাকুর একাডেমিক ভবনের সামনে প্রজেক্টর দিয়ে বড় পর্দায়ে দেখিয়েছে। ফাইনাল ম্যাচ আরও উত্তেজনা পূর্ণ হবে এবং এইটাকে আরও বিরাট পরিসরে দেখানোর জন্য বিশ্ববিদ্যালয়ের শেখ কামাল স্টেডিয়ামে বিশাল এলইডি স্কৃনে দেখার আয়োজন করছি। সবাই শান্তি শৃঙ্খল বজায় রেখে খেলা উপভোগ করবে বলে আশা করছি।

এ বিষয়ে অনুভূতি জানতে চাইলে ফুটবল প্রেমী ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থী বেলায়েত বলেন,  এই বিশ্বকাপ উন্মাদনা সবাই উপভোগ করছে সেটা বিরাট পরিসরে সবাই মিলে একসাথে উপভোগ করার আনন্দটাই অন্যরকম। রাবি শাখা ছাত্রলীগকে ধন্যবাদ এরকম আয়োজন করার জন্য। 

উল্লেখ্য, এর আগে রাজশাহী সিটি করপোরেশনের মেয়র খায়রুজ্জামান লিটনের মেয়ে রাজশাহী জেলা আওয়ামী লীগের সদস্য ড. আনিকা ফারিহা জামান অর্নার সৌজন্যে বসানো হয়েছিল ভ্রাম্যমান এলইডি স্কৃন  বিশ্ববিদ্যালয়ের হবিবুর রহমান মাঠ এবং মাদার বকস হলের সামনে  ১৫ ফুট দৈর্ঘ্য ও ১০ ফুট প্রস্থের বিশাল আকারের ভাসমান এলইডি ডিসপ্লেতে খেলা উপভোগ করেছে শিক্ষার্থীরা।