সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫, ৮ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

নানা আয়োজনে বশেমুরবিপ্রবিতে মহান বিজয় দিবস উদযাপন 

গোপালগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) নানা আয়োজনে মহান বিজয় দিবস-২০২২ উদযাপিত হয়েছে। এ উপলক্ষে আলোচনা সভা, জাতির পিতার সমাধিসৌধ, গোপালগঞ্জ শহরের শেখ কামাল স্টেডিয়াম সংলগ্ন শহীদ স্মৃতিস্তম্ভ ও বিশ্বদ্যিালয়ের শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন এবং দিনব্যাপী প্রীতি ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়। 

১৬ ডিসেম্বর ২০২২ তারিখ সকাল ১১.৩০ টায় স্যার আচার্য জগদীশ চন্দ্র বসু একাডেমিক ভবনের ৫০১নং কক্ষে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ. কিউ. এম. মাহবুবের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন প্রক্টর ও শিক্ষক সমিতির সভাপতি ড. মো: কামরুজ্জামান, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের প্রভোস্ট বাঁধন মনি, বশেমুরবিপ্রবি ছাত্রলীগ কর্মী শেখ তারেক, এম এম ইব্রাহীম পলাশ, শিক্ষার্থী সৌরভ কর্মকার প্রমুখ। আলোচনা সভা সঞ্চালনা করেন বঙ্গবন্ধু ইনস্টিটিউট অব লিবারেশন ওয়ার এন্ড বাংলাদেশ স্টাডিজের সহকারী অধ্যাপক সানিয়া আক্তার। 

আলোচনা সভার সভাপতি ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ. কিউ. এম. মাহবুব বলেন, মুক্তিযুদ্ধের মহান নেতা ছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তিনি শুধু স্বাধীন বাংলার স্বপ্ন দেখেই ক্ষান্ত হননি তিনি বাংলাদেশের স্বাধীনতা বাস্তবায়ন করে গেছেন। দেশের এ ক্রান্তিকালে তরুণ প্রজন্মকে বুদ্ধিদীপ্ত ও সাহসের সাথে এগিয়ে আসার আহবান জানিয়ে তিনি বলেন, এদেশের স্বাধীনতা রক্ষা ও বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে বাংলাদেশ আওয়ামী লীগের পতাকাতলে এসে কাজ করতে হবে। 

এর আগে বিজয় দিবসের প্রথম প্রহরে রাত ১২.১৫ টায় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ. কিউ. এম. মাহবুবের নেতৃত্বে টুঙ্গীপাড়ায় জাতির পিতার সমাধিসৌধে, সকাল ৯.৩০ টায় গোপালগঞ্জ শহরের শেখ কামাল স্টেডিয়াম সংলগ্ন শহীদ স্মৃতিস্তম্ভে এবং সকাল ১০.০ টায় ক্যাম্পাসের শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়। এসময় শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি, অফিসার্স এসোসিয়েশন, বাংলাদেশ ছাত্রলীগ, কর্মচারী সমিতিসহ সকল বিভাগ, হলসমূহ, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন।  

এছাড়া মহান বিজয় দিবস উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকি ভবনে আলোকসজ্জা করা হয়। দিনব্যাপী বিশ^বিদ্যালয়ের খেলার মাঠে  শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের প্রীতিক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানসমূহে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সর্বাধিক পঠিত

নানা আয়োজনে বশেমুরবিপ্রবিতে মহান বিজয় দিবস উদযাপন 

প্রকাশিত সময় : ০৬:৪০:০০ অপরাহ্ন, শনিবার, ১৭ ডিসেম্বর ২০২২

গোপালগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) নানা আয়োজনে মহান বিজয় দিবস-২০২২ উদযাপিত হয়েছে। এ উপলক্ষে আলোচনা সভা, জাতির পিতার সমাধিসৌধ, গোপালগঞ্জ শহরের শেখ কামাল স্টেডিয়াম সংলগ্ন শহীদ স্মৃতিস্তম্ভ ও বিশ্বদ্যিালয়ের শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন এবং দিনব্যাপী প্রীতি ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়। 

১৬ ডিসেম্বর ২০২২ তারিখ সকাল ১১.৩০ টায় স্যার আচার্য জগদীশ চন্দ্র বসু একাডেমিক ভবনের ৫০১নং কক্ষে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ. কিউ. এম. মাহবুবের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন প্রক্টর ও শিক্ষক সমিতির সভাপতি ড. মো: কামরুজ্জামান, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের প্রভোস্ট বাঁধন মনি, বশেমুরবিপ্রবি ছাত্রলীগ কর্মী শেখ তারেক, এম এম ইব্রাহীম পলাশ, শিক্ষার্থী সৌরভ কর্মকার প্রমুখ। আলোচনা সভা সঞ্চালনা করেন বঙ্গবন্ধু ইনস্টিটিউট অব লিবারেশন ওয়ার এন্ড বাংলাদেশ স্টাডিজের সহকারী অধ্যাপক সানিয়া আক্তার। 

আলোচনা সভার সভাপতি ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ. কিউ. এম. মাহবুব বলেন, মুক্তিযুদ্ধের মহান নেতা ছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তিনি শুধু স্বাধীন বাংলার স্বপ্ন দেখেই ক্ষান্ত হননি তিনি বাংলাদেশের স্বাধীনতা বাস্তবায়ন করে গেছেন। দেশের এ ক্রান্তিকালে তরুণ প্রজন্মকে বুদ্ধিদীপ্ত ও সাহসের সাথে এগিয়ে আসার আহবান জানিয়ে তিনি বলেন, এদেশের স্বাধীনতা রক্ষা ও বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে বাংলাদেশ আওয়ামী লীগের পতাকাতলে এসে কাজ করতে হবে। 

এর আগে বিজয় দিবসের প্রথম প্রহরে রাত ১২.১৫ টায় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ. কিউ. এম. মাহবুবের নেতৃত্বে টুঙ্গীপাড়ায় জাতির পিতার সমাধিসৌধে, সকাল ৯.৩০ টায় গোপালগঞ্জ শহরের শেখ কামাল স্টেডিয়াম সংলগ্ন শহীদ স্মৃতিস্তম্ভে এবং সকাল ১০.০ টায় ক্যাম্পাসের শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়। এসময় শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি, অফিসার্স এসোসিয়েশন, বাংলাদেশ ছাত্রলীগ, কর্মচারী সমিতিসহ সকল বিভাগ, হলসমূহ, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন।  

এছাড়া মহান বিজয় দিবস উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকি ভবনে আলোকসজ্জা করা হয়। দিনব্যাপী বিশ^বিদ্যালয়ের খেলার মাঠে  শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের প্রীতিক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানসমূহে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।