সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫, ৮ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

রাবিতে ব্রাজিলকে হারালো আর্জেন্টিনা

পুরো একমাস ধরে পুরো বিশ্ব বুদ হয়ে আছে ‘দ্য গ্রেটেস্ট শো অন দ্য আর্থ’ খ্যাত ফুটবল বিশ্বকাপে। আগামী কাল ১৮ ডিসেম্বর পর্দা নামবে এই ফুটবল মহারণের। ফুটবলের ২২ তম আসরকে কেন্দ্র করে সরব রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও। বিভিন্ন দলের ফ্যানস ক্লাবের কমিটি ঘোষণা, প্রিয় দলকে শুভকামনা জানিয়ে আনন্দ র‌্যালির পর এবার ব্রাজিল ও আর্জেন্টিনার সমর্থকদের মধ্যে এক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। খেলায় টাইব্রেকারে ব্রাজিলকে ৪-২ গোলে পরাজিত করে আর্জেন্টিনা সমর্থক গোষ্ঠী। আজ শনিবার বিকেল ৪টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ হবিবুর রহমান হল মাঠে খেলাটি অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের ব্রাজিল ও আর্জেন্টিনা ফ্যানস ক্লাব যৌথভাবে এ ম্যাচের আয়োজন করে। নির্ধারিত ৯০ মিনিটের খেলায় কোনো দলই গোল করতে পারেনি। ফলে খেলা গড়ায় অতিরিক্ত সময়ে। কিন্তু অতিরিক্ত সময়েও গোল না হওয়ায় টাইব্রেকারে ফল নির্ধারিত হয়। আর্জেন্টিনা দলের খেলোয়াড়রা সব শটে গোল করতে সমর্থ হলেও ব্রাজিলের খেলোয়াড়রা চারটি শটের মাত্র দুটি শটে গোল করে। ফলে পঞ্চম শটের প্রয়োজন হয়নি। ৪-২ ব্যবধানে ম্যাচে জয়ী হয় আর্জেন্টিনা। প্রীতি এই ফুটবল ম্যাচটি উপভোগ করতে শত শত ফুটবলপ্রেমী দর্শকদের ভিড় লক্ষ্য করা যায়। খেলা শেষে দুই দলের খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য অধ্যাপক সুলতাল-উল-ইসলাম ও অধ্যাপক হুমায়ুন কবীর, হিসাববিজ্ঞান ও তথ্য ব্যবস্থা বিভাগের অধ্যাপক রোকসানা বেগম ও সহকারী প্রক্টর আরিফুর ইসলাম। খেলা উপভোগ করতে আসা বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের শিক্ষার্থী মাহবুবুল আলম বলেন, ‘বিশ্বকাপ খেলাকে কেন্দ্র করে ব্রাজিল ও আর্জেন্টিনা সমর্থকদের মধ্যে আনন্দঘন পরিবেশে প্রীতিম্যাচ খেলা হয়েছে। খেলাটি উপভোগ করে খুবই ভাল লেগেছে। এমন প্রীতি ম্যাচের মাধ্যমে সমর্থকদের মধ্যে বিরাজমান রেষারেষি ও দ্বন্দ্ব সংঘাতের নিড়সন ঘটবে এবং সম্পর্ক আরও দৃঢ় হবে।’ বিশ্ববিদ্যালয় শাখা আর্জেন্টিনা ফ্যানস ক্লাবের সভাপতি ফয়সাল আহমেদ রুনু বলেন, ‘এই খেলা সারাবিশ্বের মতো বাংলাদেশেও ছড়িয়ে পড়েছে। ইতোমধ্যেই আমাদের বিশ্ববিদ্যালয়ের একটি ছবি আর্জেন্টিনা ফুটবলের অফিসিয়াল ফেসবুক পেজে জায়গা করে নিয়েছে। আমরা বোঝাতে পেরেছি আমরা ফুটবলকে কতটা ভালোবাসি। মূলত সেই ভালোবাসা থেকেই আজকের এই প্রীতি ম্যাচ। আমরা ভবিষ্যতেও এমন প্রীতি ম্যাচের আয়োজন করব।’সার্বিক সহযোগিতায় – বাংলাদেশ ছাত্রলীগ, রাজশাহী বিশ্ববিদ্যালয়

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সর্বাধিক পঠিত

রাবিতে ব্রাজিলকে হারালো আর্জেন্টিনা

প্রকাশিত সময় : ০২:১৭:২২ অপরাহ্ন, রবিবার, ১৮ ডিসেম্বর ২০২২

পুরো একমাস ধরে পুরো বিশ্ব বুদ হয়ে আছে ‘দ্য গ্রেটেস্ট শো অন দ্য আর্থ’ খ্যাত ফুটবল বিশ্বকাপে। আগামী কাল ১৮ ডিসেম্বর পর্দা নামবে এই ফুটবল মহারণের। ফুটবলের ২২ তম আসরকে কেন্দ্র করে সরব রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও। বিভিন্ন দলের ফ্যানস ক্লাবের কমিটি ঘোষণা, প্রিয় দলকে শুভকামনা জানিয়ে আনন্দ র‌্যালির পর এবার ব্রাজিল ও আর্জেন্টিনার সমর্থকদের মধ্যে এক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। খেলায় টাইব্রেকারে ব্রাজিলকে ৪-২ গোলে পরাজিত করে আর্জেন্টিনা সমর্থক গোষ্ঠী। আজ শনিবার বিকেল ৪টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ হবিবুর রহমান হল মাঠে খেলাটি অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের ব্রাজিল ও আর্জেন্টিনা ফ্যানস ক্লাব যৌথভাবে এ ম্যাচের আয়োজন করে। নির্ধারিত ৯০ মিনিটের খেলায় কোনো দলই গোল করতে পারেনি। ফলে খেলা গড়ায় অতিরিক্ত সময়ে। কিন্তু অতিরিক্ত সময়েও গোল না হওয়ায় টাইব্রেকারে ফল নির্ধারিত হয়। আর্জেন্টিনা দলের খেলোয়াড়রা সব শটে গোল করতে সমর্থ হলেও ব্রাজিলের খেলোয়াড়রা চারটি শটের মাত্র দুটি শটে গোল করে। ফলে পঞ্চম শটের প্রয়োজন হয়নি। ৪-২ ব্যবধানে ম্যাচে জয়ী হয় আর্জেন্টিনা। প্রীতি এই ফুটবল ম্যাচটি উপভোগ করতে শত শত ফুটবলপ্রেমী দর্শকদের ভিড় লক্ষ্য করা যায়। খেলা শেষে দুই দলের খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য অধ্যাপক সুলতাল-উল-ইসলাম ও অধ্যাপক হুমায়ুন কবীর, হিসাববিজ্ঞান ও তথ্য ব্যবস্থা বিভাগের অধ্যাপক রোকসানা বেগম ও সহকারী প্রক্টর আরিফুর ইসলাম। খেলা উপভোগ করতে আসা বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের শিক্ষার্থী মাহবুবুল আলম বলেন, ‘বিশ্বকাপ খেলাকে কেন্দ্র করে ব্রাজিল ও আর্জেন্টিনা সমর্থকদের মধ্যে আনন্দঘন পরিবেশে প্রীতিম্যাচ খেলা হয়েছে। খেলাটি উপভোগ করে খুবই ভাল লেগেছে। এমন প্রীতি ম্যাচের মাধ্যমে সমর্থকদের মধ্যে বিরাজমান রেষারেষি ও দ্বন্দ্ব সংঘাতের নিড়সন ঘটবে এবং সম্পর্ক আরও দৃঢ় হবে।’ বিশ্ববিদ্যালয় শাখা আর্জেন্টিনা ফ্যানস ক্লাবের সভাপতি ফয়সাল আহমেদ রুনু বলেন, ‘এই খেলা সারাবিশ্বের মতো বাংলাদেশেও ছড়িয়ে পড়েছে। ইতোমধ্যেই আমাদের বিশ্ববিদ্যালয়ের একটি ছবি আর্জেন্টিনা ফুটবলের অফিসিয়াল ফেসবুক পেজে জায়গা করে নিয়েছে। আমরা বোঝাতে পেরেছি আমরা ফুটবলকে কতটা ভালোবাসি। মূলত সেই ভালোবাসা থেকেই আজকের এই প্রীতি ম্যাচ। আমরা ভবিষ্যতেও এমন প্রীতি ম্যাচের আয়োজন করব।’সার্বিক সহযোগিতায় – বাংলাদেশ ছাত্রলীগ, রাজশাহী বিশ্ববিদ্যালয়