আরবি ভাষাকে জনপ্রিয় করতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) আরবি ভাষা দিবস পালন করা হয়েছে।
১৮ ই ডিসেম্বর (রবিবার) রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আরবী বিভাগের উদ্যোগে ‘বিশ্ব আরবী ভাষা দিবস ‘ পালন করা হয়।
এই উপলক্ষে তাঁরা একটি আনন্দ র্যালি বের করে। র্যালিটি বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ্ একাডেমি বিল্ডিং এর সামনে থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে টিএসিসিতে এসে শেষ করে।
র্যালি শেষে আরবী বিভাগের ছাত্র আবু রায়হান বলেন, আজকের এই র্যালিতে উপস্থিত থাকতে পেরে আমি আনন্দিত। আমরা চাই আরবী ভাষা আরো সমৃদ্ধি লাভ করুক। আরবী ভাষা দিবস উপলক্ষে একটি সেমিনার অনুষ্ঠিত হয়।
সেমিনারের প্রথম অতিথি ছিলেন,রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডীন প্রফেসর ড. মোঃ ফজলুল হক। সেমিনারের সভাপতি ছিলেন আরবী বিভাগের সভাপতি প্রফেসর ড. মোহাম্মদ সবিরুল ইসলাম হাওলাদার। এ ছাড়া আরো বক্তব্য দেন প্রফেসর ড. মোঃ নিজাম উদ্দীন,প্রফেসর ড. মনিরুজ্জামান।

নিজস্ব প্রতিবেদক: 
























