ফুটবল বিশ্বকাপকে কেন্দ্র করে কাতারের রাস্তাঘাট থেকে শুরু করে বাজারগুলো পর্যটকদের আনাগোনায় মুখরিত। তেমনি একটি বাজার হলো সৌক আর্ট সেন্টার। আর এখানেই রয়েছে আর্ট শিল্পী খালিদ আলমেসোর দোকান। বিশ্বকাপ ফুটবলকে কেন্দ্রে করে তার বেচা-বিক্রি জমে উঠেছে। বিশেষ করে ফুটবল বিশ্বকাপের ফাইনাল ম্যাচকে কেন্দ্র করে। অনেক স্থানীয় এবং ফুটবল ভক্তরা তার দোকানে এসে লিওনেল মেসির ক্যালিওগ্রাফি চাইছেন।
আলমেসো মিশরের ডুয়াম্যাট শহর থেকে কাতারে এসেছেন। তিনি বলেন, লিওনেল মেসির কারণেই যে ক্যালিওগ্রাফি বিক্রি বেশি হচ্ছে বিষয়টি তেমন নয়। এর বড় বিশেষত্ব হচ্ছে আরবি হরফ। আরবি হরফ দিয়ে মেসির ক্যালিওগ্রাফি তৈরি করায় অনেকে এর প্রতি আকৃষ্ট হচ্ছেন। কারণ তারা এ ধরনের ক্যালিওগ্রাফি এর আগে কখনও দেখেননি।
তিনি আল জাজিরাকে বলেন, ফুটবলার হিসেবে অধিকাংশ মেসিকে ভালোবাসেন। এজন্যই তারা মেসির চিত্র অঙ্কন করতে বলেন। এজন্যই আরবি হরফ ব্যবহার করে আর্জেন্টিনার নামসহ মেসির চিত্র অঙ্কন করা হচ্ছে।

তিনি বলেন, তাদের কর্মকাণ্ডের প্রতি আমার ভালোবাসা তৈরি হয়েছে। কারণ অনেক বিদেশি আমার ক্যালিওগ্রাফি ইনস্টাগ্রাম এবং অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করছেন।
মেসির পাশাপাশি ফুটবলের আরেক মহাতারকা দিয়াগো ম্যারাডোনার ক্যালিগ্রাফিও আঁকতে হচ্ছে। তবে ফুটবল ভক্তদের কাছে মেসিই সেরা। কারণ গত ১৭ বছর ধরে ফুটবল জগতে মেসির রাজত্ব করে আসছেন।

দৈনিক দেশ নিউজ ডটকম ডেস্ক 

























