রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) আন্তঃবিভাগ ক্রিকেট খেলায় রান আউটকে কেন্দ্র করে আম্পায়ারকে পেটানোর অভিযোগ পাওয়া গেছে গনিত বিভাগের শিক্ষার্থীদের উপর ।
সোমবার (১৯ডিসেম্বর) বিকালে বিশ্ববিদ্যালয়ের শেখ কামাল স্টেডিয়ামে এই ঘটনা ঘটে।
জানা যায়, আন্তঃবিভাগ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলায় মুখোমুখি হয় শারিরীক শিক্ষা ও ক্রিড়াবিজ্ঞান বিভাগ এবং গণিত বিভাগ। খেলায় শারিরীক শিক্ষা ও ক্রিড়া বিজ্ঞান বিভাগ জয় লাভ করে। খেলা শেষে এক পর্যায়ে আম্পায়ারের উপর অতর্কিত হামলা চালায় গণিত বিভাগের শিক্ষার্থীরা।
প্রত্যক্ষদর্শীরা জানান, খেলার দ্বিতীয় ইনিংসের গনিত বিভাগ ব্যাটিংয়ে সময়ে একজন খেলোয়াড় রান আউট হয়। আম্পায়ারের দেওয়া রান আউটকে কেন্দ্র মাঠেই বাক-দিন্ডতায় জড়িয়ে পড়ে গনিত বিভাগের খেলোয়াররা। পরে আম্পায়ারের সিদ্ধান্তকে মেনে নিয়ে উভয় দল খেলা শেষ করে। খেলা শেষ গনিত বিভাগের কয়েকজন শিক্ষার্থী দর্শকসারি থেকে এসে অ্যাম্পায়ারকে স্টাম্প দিয়ে এলোপাতাড়িভাবে পেটানো শুরু করে। এসময় আম্পায়ারের মাথায়, পিঠে ও পায়ের গোড়ালিতে আঘাত লাগে। পরে তাকে উদ্ধার করে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
শারিরীক শিক্ষা ও ক্রিড়া বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী শামিন বলেন, আমরা খেলায় জেতার পরে আনন্দ করছিলাম। হঠাৎ গণিত বিভাগের কয়েকজন শিক্ষার্থী দৌঁড়ে এসে অ্যাম্পায়ারকে স্টাম্প দিয়ে পিটানো শুরু করে। এবিষয়ে গনিত বিভাগের একাধিক শিক্ষার্থীদের সঙ্গে কথা বলতে চাইলে তারা কিছু বলতে রাজি হয়নি।
গনিত বিভাগের সভাপতি অধ্যাপক নাসিমা আক্তার বলেন, আমাদের শিক্ষকরা খেলার সময় মাঠে ছিলেন। বুঝে ওঠার আগেই কিছু শিক্ষার্থী এমন ঘটনা ঘটিয়েছে। গণিত বিভাগের জন্য এটা খুবই দুঃখজনক।
বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক এম. হুমায়ন কবীর বলেন, আজকের এই ঘটনা আমাদের আনন্দঘন মুহুর্তকে কলুষিত করেছে। এটা আমাদের বিশ্ববিদ্যালয়ের জন্য খুবই লজ্জাজনক। ক্যাম্পাসে এমন ঘটনা বরদাস্ত করা হবে না। অপরাধীদের বিচারের আওতায় এনে শাস্তি নিশ্চত না করা পর্যন্ত পুরস্কার বিতরণী স্থগিত থাকবে।

রাবি প্রতিনিধি : 

























One thought on “রাবিতে আউটকে কেন্দ্র করে আম্পায়ারের উপর হামলা”