থাইল্যান্ডের একটি যুদ্ধ জাহাজ সমুদ্রে তলিয়ে গেছে। এতে ৩১ নাবিক নিখোঁজ হয়েছেন। এছাড়া ৭৫ জনকে সমুদ্র থেকে জীবিত উদ্ধার করা হয়েছে।
সোমবার (১৯ ডিসেম্বর) থাইল্যান্ডের নৌ-বাহিনী একথা জানিয়েছে।
গতকাল রোববার দিবাগত রাতে রাজধানী ব্যাংককের দক্ষিণে প্রেচুয়াপ খিরি খান প্রদেশের উপকূল থেকে প্রায় ২০ নটিক্যাল মাইল দূরে এইচটিএমএস সুখোথাই যুদ্ধজাহাজের ইঞ্জিনে ত্রুটি দেখা দেয়। এর পরই জাহাজটি ডুবে যায়।
নৌবাহিনীর এক মুখপাত্র বলেন, ১২ ঘণ্টা হয়ে গেছে। কিন্তু এখনো আমরা উদ্ধার তৎপরতা চালাচ্ছি। উদ্ধারকারীরা সারারাত কাজ করেছেন জীবিতদের খুঁজে বের করার জন্য। আজ সকালে বিমান বাহিনীর সদস্যরাও উদ্ধার অভিযানে অংশ নিয়েছে।
নৌবাহিনীর সূত্র জানায়, দুর্ঘটনাটির কারণ অনুসন্ধানে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
অ্যাডমিরাল পোগক্রং মনথার্দপলিন বলেন, আমাদের বাহিনীর ইতিহাসে এ ধরনের ঘটনা আগে কখনো ঘটেনি। বিশেষ করে এখনো কাজ করে চলেছে এমন জাহাজে কখনো দুর্ঘটনা ঘটতে দেখা যায়নি। সূত্র: বিবিসি, রয়টার্স।

আন্তর্জাতিক ডেস্ক /দৈনিক দেশ নিউজ ডটকম 

























