রাজধানীর নিকুঞ্জে সিটি সেন্টার স্কুল অ্যান্ড কলেজের হোস্টেলে আগুন লেগেছে। ১৪ তলার ওই ভবনের ৯ তলায় আগুনের সূত্রপাত হয়। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের নয়টি ইউনিট। বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টায় ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রোজিনা আক্তার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, সিটি সেন্টার স্কুল অ্যান্ড কলেজের হোস্টেলে আগুন লাগার ঘটনা ঘটেছে। খবর পেয়ে প্রথমে আমাদের পাঁচটি ইউনিট সন্ধ্যা ৬টা ৫৪ মিনিটে ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়। এরপর আরও চারটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে অংশ নিয়েছে। সর্বশেষ খবর অনুযায়ী ফায়ার সার্ভিসের নয়টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এছাড়া হতাহতের খবরও পাওয়া যায়নি বলেও জানান রোজিনা আক্তার।
বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫, ৪ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
নিকুঞ্জে সিটি সেন্টার কলেজের হোস্টেলে আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট
-
দৈনিক দেশ নিউজ ডটকম ডেস্ক - প্রকাশিত সময় : ১১:০৬:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ ডিসেম্বর ২০২২
- ১৩৪
Tag :
সর্বাধিক পঠিত






















